ED

চাপ বাড়ল অভিষেক-শ্যালিকার! রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ইডি, মামলার অনুমতি

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ মেনকা গম্ভীরকে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে উচ্চতর বেঞ্চে গেল ইডি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১২:১৩
কলকাতা হাই কোর্ট (বাঁ দিকে), মেনকা গম্ভীর (ডান দিকে)।

কলকাতা হাই কোর্ট (বাঁ দিকে), মেনকা গম্ভীর (ডান দিকে)। — ফাইল ছবি।

গরু পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় মেনকা গম্ভীরকে দেওয়া সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে আবেদন ইডির। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement

এর আগে কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ মেনকা গম্ভীরকে কলকাতায় জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল ইডিকে। পাশাপাশি, আপাতত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করার ক্ষেত্রেও মেনকাকে রক্ষাকবচ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ইডির আইনজীবী। আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।

Advertisement
আরও পড়ুন