Kolkata Metro

ইউপিএসসির পরীক্ষা, রবিবার সকাল ৮টা থেকে চলবে মেট্রো, বিজ্ঞপ্তি দিয়ে জানালেন কর্তৃপক্ষ

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর উভয়মুখী মেট্রো পরিষেবাই সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে শুরু হবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সর্বভারতীয় প্রশাসনিক কৃত্যক (ইউপিএসসি)-এর কমবাইন্ড ডিফেন্স সার্ভিসের পরীক্ষা ৪ সেপ্টেম্বর, রবিবার। পরীক্ষার্থীদের সুবিধার জন্য ওই দিন সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে মেট্রো চলবে। শুক্রবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর উভয়মুখী মেট্রো পরিষেবাই সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে শুরু হবে। দমদম এবং কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যেও মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮টায়।

Advertisement

ওই দিন আপ এবং ডাউন মিলিয়ে মোট ৮২টি করে মোট ১৬৪টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দিনের শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

Advertisement
আরও পড়ুন