RG Kar Protest

ত্রিধারায় ধৃত ৯ জনকেই অন্তর্বর্তী জামিন দিল হাই কোর্ট, মণ্ডপের আশপাশে স্লোগানে নিষেধাজ্ঞা

ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে থেকে ন’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আরজি কর-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ২১:৪১

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মূল ঘটনা

১৭:১৬ সর্বশেষ
ত্রিধারা-কাণ্ডে কী পর্যবেক্ষণ হাই কোর্টের?
১৭:১৫
হাই কোর্টের নির্দেশের খবর পেয়েই হাসি ফুটল আন্দোলনকারীদের মুখে
১৭:১০
মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না
১৭:০৯
ধৃতেরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না!
১৭:০৬
ত্রিধারা-কাণ্ডে ধৃত ন’জনকে অন্তর্বর্তিকালীন জামিন
১৬:৩৩
আইনের অপব্যবহারের অভিযোগ
১৬:৩১
পুলিশ কী ভাবে প্রতিবাদে হস্তক্ষেপ করতে পারে? পাল্টা প্রশ্ন
১৬:৩০
পুলিশ মামলা সাজাচ্ছে, অভিযোগ করলেন ধৃতদের আইনজীবী
১৬:২৮
ত্রিধারা-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে রাজ্য!
১৬:২৭
ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর প্রয়োজন প্রতিবাদীদের ফোন!
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:১৬ key status

ত্রিধারা-কাণ্ডে কী পর্যবেক্ষণ হাই কোর্টের?

ত্রিধারা-কাণ্ডে হাই কোর্টের পর্যবেক্ষণ: শুধুমাত্র হোয়াট্‌সঅ্যাপ চ্যাট এবং প্ল্যাকার্ড উদ্ধার করেছে পুলিশ। তাঁদের স্লোগান ঘৃণার নয়। ধর্মীয় ভাবে কাউকে আঘাত করেননি। অনেক সাধারণ মানুষ ওই স্লোগান দিচ্ছেন। ধৃতদের প্রত্যেকেরই কম বয়স। বেশির ভাগের বয়স ২০-২৫ বছর। অতি উৎসাহে তারা ওই কাজ করে থাকতে পারেন। আরজি করকে কেন্দ্র করেই ওই স্লোগান।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:১৫ key status

হাই কোর্টের নির্দেশের খবর পেয়েই হাসি ফুটল আন্দোলনকারীদের মুখে

কলকাতা হাই কোর্টের নির্দেশের খবর জানতেই হাসি ফুটল ধর্মতলা চত্বরে আন্দোলন-অনশনে বসা জুনিয়র ডাক্তারদের মুখে। অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরারা অনশনমঞ্চে কেঁদেই ফেললেন। হাতিতালি শুরু হয়। ঘোষণা করা হয়, এই আন্দোলন যেন এ ভাবেই ছড়িয়ে পড়ে।

Advertisement
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:১০ key status

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না

হাই কোর্ট ত্রিধারা-কাণ্ডে নির্দেশ দিয়েছে, আর কোনও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে  প্রতিবাদ জানানো যাবে না। রাজ্য সরকারের কার্নিভালে ডিস্টার্ব করা যাবে না।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:০৯ key status

ধৃতেরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না!

১ হাজার টাকা বন্ডে জামিন দিয়েছেন বিচারপতি সরকার। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকছে। তত দিন ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। ধৃতেরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ জানাতে পারবেন না।

Advertisement
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৭:০৬ key status

ত্রিধারা-কাণ্ডে ধৃত ন’জনকে অন্তর্বর্তিকালীন জামিন

পুলিশ হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই। বলল কলকাতা হাই কোর্ট।  ত্রিধারা-কাণ্ডে ধৃত ন’জনকে অন্তর্বর্তিকালীন জামিন দিল কলকাতা হাই কোর্ট।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:৩৩ key status

আইনের অপব্যবহারের অভিযোগ

আইনজীবী জয়ন্ত: যে সব ধারা দেওয়া হয়েছে তা কি গ্রহণযোগ্য? আদালত তা বিবেচনা করুক। আইনের অপব্যবহার হলে এফআইআর খারিজ করা যায়।

Advertisement
timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:৩১ key status

পুলিশ কী ভাবে প্রতিবাদে হস্তক্ষেপ করতে পারে? পাল্টা প্রশ্ন

‘‘অপরাধ কী? ওই প্রতিবাদ জানানো কি অপরাধ? পুলিশ কী ভাবে প্রতিবাদে হস্তক্ষেপ করে?’’ প্রশ্ন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:৩০ key status

পুলিশ মামলা সাজাচ্ছে, অভিযোগ করলেন ধৃতদের আইনজীবী

আইনজীবী বিকাশ ভট্টাচার্য: ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে মামলা সাজাচ্ছে পুলিশ। (রাজ্য জানিয়েছে তারা বড়সড় চক্রান্তের ইঙ্গিত পেয়েছে)

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:২৮ key status

ত্রিধারা-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে রাজ্য!

রাজ্য: বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে। তদন্ত চালিয়ে নিয়ে যেতে দেওয়া হোক।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:২৭ key status

ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর প্রয়োজন প্রতিবাদীদের ফোন!

রাজ্য: প্রতিবাদকারীদের ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠানোর প্রয়োজন রয়েছে। প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। কিন্তু বড় জমায়েতে সমস্যা করে না।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:২৩ key status

এই অবস্থায় হাই কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়: রাজ্য

রাজ্য: এই অবস্থায় হাই কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:২২ key status

বড় চক্রান্ত ছিল, ত্রিধারা-কাণ্ডে দাবি রাজ্যের

রাজ্য: পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত করে গ্রেফতার করেছে। হোয়াট্‌স‌অ্যাপ গ্রুপ থেকে জানা গিয়েছে বড় চক্রান্তের কথা। আরও তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাত দিনের হেফাজতে পাঠিয়েছেন।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:১৪ key status

একে অপরের নাম ধরে ডাকছিলেন আন্দোলনকারীরা!

রাজ্য: একে অপরের নাম ধরে ডাকছিলেন। বিচারপতি: এই বিট্টু (অভিযোগকারী) ত্রিধারার কেউ নন?

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:১২ key status

অভিযোগকারীর পরিচয় জানতে চাইল হাই কোর্ট

বিচারপতি: এই বিট্টুকুমার ঝা কে? (যাঁর এফআইআরের ভিত্তিতে ন’জনকে গ্রেফতার করা হয়) রাজ্য: স্থানীয় মানুষ। বিচারপতি: ওই ব্যক্তি কী ভাবে সবার নাম জানলেন?

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:০৬ key status

এখনও ‘অর্ডার কপি’ আপলোড করা হয়নি!

কোর্ট অফিসার জানান, এখনও পর্যন্ত আলিপুর আদালতের ‘অর্ডার কপি’ আপলোড হয়নি।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:০২ key status

বিচারপতি: ওই মণ্ডপে কি প্রতিবাদ জানানো অপরাধ?

বিচারপতি: ওই মণ্ডপে কি প্রতিবাদ জানানো অপরাধ? রাজ্য: তা নয়। পূর্ব পরিকল্পনামাফিক ওখানে যাওয়া হয়েছে। হোয়াট্‌সঅ্যাপ মেসেজ করেছে। শান্তি নষ্ট করার জন্য যাওয়া হয়েছে।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:০১ key status

ধৃতদের বয়ান কোন অফিসার রেকর্ড করেছেন? জানতে চাইল আদালত

বিচারপতি: ধৃতদের বয়ান কোন অফিসার রেকর্ড করেছেন?

রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত: তদন্তকারী অফিসার। থানার পুলিশ।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:০১ key status

বিকাশ ভাল জানবেন থানার কথা, তিনি মেয়র ছিলেন: রাজ্য

রাজ্য: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ভাল জানবেন থানায় কেমন বন্দোবস্ত রয়েছে। তিনি কলকাতার মেয়র ছিলেন।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৬:০০ key status

রাজ্যের জবাব: থানায় এত জনকে রাখার ব্যবস্থা নেই

রাজ্য: লালাবাজারে সেন্ট্রাল লকআপ রয়েছে। থানায় এত জনকে রাখার ব্যবস্থা নেই।

timer শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৫:৫৭ key status

পুলিশকে প্রশ্ন বিচারপতির

বিচারপতি: কেন লালাবাজারে নিয়ে গেলেন? সবাইকে কি গ্রেফতার করে ওখানে নিয়ে যান?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন