Calcutta High Court

Calcutta High Court: গ্রুপ ডি নিয়োগ মামলায় দুপুরে সিবিআই মামলার নির্দেশ, বিকেলে খারিজ!

গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় একই দিনে শুনানি হচ্ছে কলকাতা হাই কোর্টে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৫
গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় পদক্ষেপ আদালতের।

গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় পদক্ষেপ আদালতের।

মূল ঘটনা

১৬:৫৭ সর্বশেষ
গ্রুপ ডি নিয়োগ মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার
১৬:৫৪
সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ, বেতন আটকাবে না, জানাল ডিভিশন বে়ঞ্চ
১৬:৪৯
গ্রুপ ডি নিয়োগ মামলায় দুপুরে সিবিআই মামলার নির্দেশ, বিকেলে খারিজ!
১৬:৩৮
এখন ওই কর্মচারীরা কি আর কাজে যাবেন? গ্রুপ ডি-মামলায় আদালতে প্রশ্ন রাজ্যের
১৬:৩৫
স্কুল খোলার পর বন্ধ করে দেওয়া হয়েছে ওই গ্রুপ ডি কর্মীদের বেতন, জানাল রাজ্য
১৬:১৯
স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলার শুনানি শুরু হল ভিশন বেঞ্চে
১৪:২৯
আবার বিকেল চারটেতে মামলা কলকাতা হাই কোর্ট
১৪:১৯
জরুরি ভিত্তিতে রায় খারিজের আবেদন জানায় রাজ্য
১৪:১৭
৩৫০ কর্মীর বেতন বন্ধ, দেওয়া বেতন ফেরানোর নির্দেশ আদালতের
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৭ key status

গ্রুপ ডি নিয়োগ মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার

গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় খারিজের করে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি পর্যন্ত এই রায়ই বলাত থাকবে, জানাল আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৪ key status

সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ, বেতন আটকাবে না, জানাল ডিভিশন বে়ঞ্চ

গ্রুপ ডি ক্রমী নিয়োগ মামলায় মঙ্গলবার দুপুরে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, আপাত ৩৫০ কর্মীর বেতন বন্ধ করতে হবে। পাশাপাশি, আগে দেওয়া বেতন ফেরানোর ব্যাপারে পদক্ষেপ করতে বলা হয়। আর বিকেলে ডিভিশন বেঞ্চ জানাল, ওই কর্মীদের বেতন আটকাবে না। 

Advertisement
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৯ key status

গ্রুপ ডি নিয়োগ মামলায় দুপুরে সিবিআই মামলার নির্দেশ, বিকেলে খারিজ!

দিনভর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ মামলা নিয়ে শুনানি চলল আদালতে। অবশেষে বিকেলে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ বিকেলে খারিজ করল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালতের নির্দেশ, আগামী দু'সপ্তাহ এই সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৮ key status

এখন ওই কর্মচারীরা কি আর কাজে যাবেন? গ্রুপ ডি-মামলায় আদালতে প্রশ্ন রাজ্যের

আদালতের গড়ে দেওয়া কমিটি অনুসন্ধান রিপোর্ট দেওয়ার আগেই সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।  এর পর কি তাঁরা আর স্কুলে যাবেন? আদালতে প্রশ্ন রাজ্যের আ্যাডভোকেট জেনারেল।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৩৫ key status

স্কুল খোলার পর বন্ধ করে দেওয়া হয়েছে ওই গ্রুপ ডি কর্মীদের বেতন, জানাল রাজ্য

এজি সওয়াল করেন, এর আগে একক বেঞ্চ গ্ৰুপ-ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পর কমিটি গড়েছিল ডিভিশন বেঞ্চ। সেই কমিটি অনুসন্ধান রিপোর্ট দেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়। গত নভেম্বরে স্কুল খোলা হয়েছে। এর পরই বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে আদালতে জানান তিনি।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৬:১৯ key status

স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলার শুনানি শুরু হল ভিশন বেঞ্চে

স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় রাজ্যের অ্যাডভোকেজ জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সওয়াল শুরু করেছেন।

Advertisement
timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৯ key status

আবার বিকেল চারটেতে মামলা কলকাতা হাই কোর্ট

কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশনে সরানো নিয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অন্য দিকে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য তাঁর বিরোধিতা করেন। দুই পক্ষের সওয়াল শোনার পর আবার বিকেল চারটেয় এই মামলার শুনানি হবে জানাল কলকাতা হাই কোর্ট।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৯ key status

জরুরি ভিত্তিতে রায় খারিজের আবেদন জানায় রাজ্য

রাজ্যের এজি সওয়াল করেন। জরুরি ভিত্তিতে আগের রায় খারিজের আবেদন জানাল রাজ্য।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৭ key status

৩৫০ কর্মীর বেতন বন্ধ, দেওয়া বেতন ফেরানোর নির্দেশ আদালতের

গ্রুপ সি মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি মামলার শুনানি শুরু হয়। শুনানিতে রাজ্যের এজি সওয়াল করেন।

timer শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৬

গ্রুপ সি কর্মী নিয়োগের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্টের

গ্ৰুপ-ডি পর গ্ৰুপ-সি নিয়োগের তদন্তের দুর্নীতি করতে সিবিআইকে নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন