গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় পদক্ষেপ আদালতের।
গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় খারিজের করে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি পর্যন্ত এই রায়ই বলাত থাকবে, জানাল আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
গ্রুপ ডি ক্রমী নিয়োগ মামলায় মঙ্গলবার দুপুরে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, আপাত ৩৫০ কর্মীর বেতন বন্ধ করতে হবে। পাশাপাশি, আগে দেওয়া বেতন ফেরানোর ব্যাপারে পদক্ষেপ করতে বলা হয়। আর বিকেলে ডিভিশন বেঞ্চ জানাল, ওই কর্মীদের বেতন আটকাবে না।
দিনভর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ মামলা নিয়ে শুনানি চলল আদালতে। অবশেষে বিকেলে সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ বিকেলে খারিজ করল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আদালতের নির্দেশ, আগামী দু'সপ্তাহ এই সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না।
আদালতের গড়ে দেওয়া কমিটি অনুসন্ধান রিপোর্ট দেওয়ার আগেই সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এর পর কি তাঁরা আর স্কুলে যাবেন? আদালতে প্রশ্ন রাজ্যের আ্যাডভোকেট জেনারেল।
এজি সওয়াল করেন, এর আগে একক বেঞ্চ গ্ৰুপ-ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তার পর কমিটি গড়েছিল ডিভিশন বেঞ্চ। সেই কমিটি অনুসন্ধান রিপোর্ট দেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হয়। গত নভেম্বরে স্কুল খোলা হয়েছে। এর পরই বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে আদালতে জানান তিনি।
স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় রাজ্যের অ্যাডভোকেজ জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সওয়াল শুরু করেছেন।
কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশনে সরানো নিয়ে প্রশ্ন তোলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। অন্য দিকে মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য তাঁর বিরোধিতা করেন। দুই পক্ষের সওয়াল শোনার পর আবার বিকেল চারটেয় এই মামলার শুনানি হবে জানাল কলকাতা হাই কোর্ট।
রাজ্যের এজি সওয়াল করেন। জরুরি ভিত্তিতে আগের রায় খারিজের আবেদন জানাল রাজ্য।
গ্রুপ সি মামলায় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি মামলার শুনানি শুরু হয়। শুনানিতে রাজ্যের এজি সওয়াল করেন।
গ্ৰুপ-ডি পর গ্ৰুপ-সি নিয়োগের তদন্তের দুর্নীতি করতে সিবিআইকে নির্দেশ কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের একক বেঞ্চের।