R G Kar Hospital

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক! ডাক্তারদের অবস্থানমঞ্চের কাছে মিলল রহস্যজনক ব্যাগ

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক! বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১২
আরজি কর হাসপাতাল চত্বরে পড়ে থাকা এই ব্যাগকে ঘিরেই শুরু হয়েছে বোমাতঙ্ক।

আরজি কর হাসপাতাল চত্বরে পড়ে থাকা এই ব্যাগকে ঘিরেই শুরু হয়েছে বোমাতঙ্ক। —নিজস্ব চিত্র।

আরজি কর হাসপাতালে বোমাতঙ্ক! বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

Advertisement

বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতাল চত্বরে অন্য দিনের মতোই অবস্থানমঞ্চে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। ওই মঞ্চের কাছে হঠাৎই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু ওই ব্যাগটি কার, বার বার জিজ্ঞাসা করার পরেও তার সদুত্তর মেলেনি। তার পরেই ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থানমঞ্চ থেকে সরে যান অনেকেই। এই পরিস্থিতিতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এক মাসেরও বেশি সময় ধরে সংবাদ শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল। গত ৯ অগস্ট সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চারতলায় সেমিনার হলে মহিলা চিকিৎসকের রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগে সে রাতেই ওই সিভিক ভলান্টিয়ারকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে কলকাতা হাই কোর্টের এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। এই ঘটনায় বিচার চেয়ে গোটা রাজ্যেই পথে নেমেছেন মানুষ।

Advertisement
আরও পড়ুন