RG Kar Hospital

আরজি কর হাসপাতালের চত্বরে ভবঘুরের মৃত্যু, আউটডোরের বাইরে পড়ে ছিল দেহ, দাবি স্থানীয়দের

স্থানীয়দের একাংশ জানান, শনিবার সকালে হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগের বাইরে এক ভবঘুরের দেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও মৃতের নাম-পরিচয় জানা যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৪ ১৩:৫৭

—প্রতীকী ছবি

কলকাতার আরজি কর হাসপাতাল চত্বরে মৃত্যু হল এক ভবঘুরের। স্থানীয়দের একাংশের বক্তব্য, শনিবার সকালে হাসপাতালের আউটডোর বা বহির্বিভাগের বাইরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও মৃতের নাম-পরিচয় জানা যায়নি। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য ভবঘুরেদের সঙ্গে মৃত ব্যক্তিও হাসপাতালের সামনে থাকতেন। তাঁর পায়ে সমস্যা ছিল। স্থানীয়দের একাংশ জানান, ওই ভবঘুরেদের হাসপাতালেই চিকিৎসা করানো হয়। কেউ কেউ অবশ্য পালিয়ে গিয়ে অন্য কোথাও আশ্রয় নেন। তবে এ ক্ষেত্রে কী হয়েছে, তা এখনও অবধি স্পষ্ট নয়। তবে বেলার দিকে দেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন