Death

জোকা ইএসআই চত্বর থেকে উদ্ধার যুবকের দেহ! মৃত্যুর কারণ ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঠাকুরপুকুর থানায় জানানো হয় ইএসআই হাসপাতাল চত্বরে একটি অজ্ঞাতপরিচয় যুবকের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৩:৫৬
An unconscious man recovers from Joka ESI premises

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

জোকা ইএসআইয়ের চত্বর থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আত্মহত্যা না খুন? মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঠাকুরপুকুর থানায় জানানো হয় ইএসআই হাসপাতাল চত্বরে একটি অজ্ঞাতপরিচয় যুবকের দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের পিছনের ওই যুবককে পড়ে থাকতে দেখে তারা। তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃতের নাম রৌনক ভট্টাচার্য (২৯)। বেহালার বাসিন্দা ওই যুবক মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। চাকরি নিয়ে চিন্তিত ছিলেন। ভাল নম্বর নিয়ে পাশ করলেও চাকরি পাচ্ছিলেন না। শারীরিক ভাবে অসুস্থও ছিলেন। কিন্তু কী ভাবে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

আরও পড়ুন
Advertisement