Bangladeshi National Arrested

অনুপ্রবেশের পরে নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট! পার্ক স্ট্রিটের হোটেলে চাকরি, ধৃত বাংলাদেশি

পুলিশ জানিয়েছে, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম সেলিম মাতব্বর। তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। সেখানে তাঁর নাম রবি শর্মা। তাতে রয়েছে দিল্লি এবং রাজস্থানের ঠিকানা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১১:২৯

প্রতিনিধিত্বমূলক ছবি।

পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে শুক্রবার রাতে গ্রেফতার করা হল বাংলাদেশের এক নাগরিককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন তিনি। তার পর নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কাজ নিয়েছিলেন পার্ক স্ট্রিটের ওই হোটেলে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ৪২ বছরের ওই বাংলাদেশি নাগরিকের নাম সেলিম মাতব্বর। তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে আধার কার্ডের ফোটোকপি (জেরক্স)। সেখানে তাঁর নাম রবি শর্মা। পাসপোর্টে ‘জন্মস্থান’ হিসেবে উল্লেখিত হয়েছে রাজস্থান। রয়েছে দিল্লির একটি ঠিকানাও। ভারতীয় পাসপোর্টটি জাল করা না কি নাম ভাঁড়িয়ে বানানো, তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, সেলিম জেরায় জানিয়েছেন, তাঁর বাড়ি বাংলাদেশের মাদারিপুরে। তিনি সে দেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। সে সময় রাজনৈতিক ঝামেলার কারণে বাড়ি ছেড়েছিলেন। দু’বছর আগে বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে নদিয়া জেলায় ঢুকেছিলেন সেলিম। এর পরে দালালের সাহায্যে কিছু দিন গা ঢাকা দিয়ে সেখানে ছিলেন। ভুয়ো তথ্য দিয়ে ভারতীয় পাসপোর্টও বানিয়েছিলেন। তার পরে চলে এসেছিলেন কলকাতায়।

নাম ভাঁড়িয়ে পার্ক স্ট্রিট অঞ্চলের মারকুইস স্ট্রিটের ওই হোটেলে চাকরি নেওয়ার পাশাপাশি অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের নথি বানানোর কাজেও তাঁর জড়িত থাকার কিছু তথ্য প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ। সেলিমের সঙ্গে কোনও আন্তর্দেশীয় অপরাধচক্রের যোগাযোগ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে পাসপোর্টে উল্লিখিত রাজস্থান এবং দিল্লির ঠিকানাতেও। শুক্রবার রাতে তাঁকে পার্ক স্ট্রিট থানার হাজতে রাখা হয়। শনিবার সেলিমকে আদালতে তুলে তদন্তের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement
আরও পড়ুন