Attack on Protesters

‘দ্রোহের আলো’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর হামলা! শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের

সোমবার রাতে এক্সাইড মোড়ের কাছে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি থেকে ফেরার পথে অংশগ্রহণকারীদের উপর হামলার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১২:১৫
সোমবার রাতে এক্সাইড মোড়ের কাছে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি থেকে ফেরার পথে অংশগ্রহণকারীদের উপর হামলার অভিযোগ।

সোমবার রাতে এক্সাইড মোড়ের কাছে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি থেকে ফেরার পথে অংশগ্রহণকারীদের উপর হামলার অভিযোগ। ছবি: সংগৃহীত।

আরজি করের নির্যাতিতা জন্য বিচারের দাবিতে সোমবার শহরের বিভিন্ন প্রান্তে ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি আয়োজিত হয়েছে। তাতে শামিল হয়েছিলেন অনেক সাধারণ নাগরিকও। রাতে বাড়ি ফেরার পথে সেই কর্মসূচিতে অংশগ্রহণকারী কয়েক জনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের। সোমবার বেশি রাতের দিকে ঘটনাটি ঘটেছে এক্সাইড মোড়ের কাছে। পরে এই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।

Advertisement

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দক্ষিণ কলকাতার দিক থেকে একটি চার চাকার গাড়িতে ফিরছিলেন। সেই সময়ে ম্যাটাডরে চেপে অপর দল ফিরছিল। সম্ভবত কালীপুজোর বিসর্জন সেরে ফিরছিল দ্বিতীয় দলটি। পুরুষ, মহিলা সকলেই ছিলেন ওই দলে। দ্বিতীয় দলটির কয়েক জন বাইকে এবং স্কুটারে চেপেও ফিরছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, এক্সাইড মোড়ে পৌঁছনোর আগে থেকেই দ্বিতীয় দলটি তাঁদের পিছু নিয়েছিল এবং বিরক্ত করছিল। সেই নিয়েই এক্সাইড মোড়ের কাছে দু’পক্ষের তর্কাতর্কি শুরু হয়। ক্রমে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে এবং কর্মসূচিতে অংশগ্রহণকারীদের গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

সোমবার রাতের কিছু ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশ্যে এনেছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। বচসার একটি পর্যায়ে দ্বিতীয় দলটির থেকে কেউ কেউ পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু তাতে দৃশ্যত বিশেষ লাভ হয়নি। বাইরে থেকেই গাড়ির কাচে ধাক্কাধাক্কি করতেও দেখা গিয়েছে এক জনকে। গাড়ির ভিতর থেকেই দ্বিতীয় দলের একাধিক বাইকের নম্বরপ্লেট ক্যামেরাবন্দি করেন অভিযোগকারীরা। পরে থানায় গিয়ে ওই হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ জানান তাঁরা।

আরও পড়ুন
Advertisement