Manik Bhattacharya

মানিক ‘নিখোঁজ’! সন্ধান চেয়ে হাই কোর্টের এসিপি ডায়েরি করে গেলেন যাদবপুর থানায়

রাত ৮টা নাগাদ মানিকের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার তিনি সিবিআই দফতরে গেলে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ২০:০০
মানিক ভট্টাচার্য।

মানিক ভট্টাচার্য। ফাইল চিত্র।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিখোঁজ ডায়েরি করা হল যাদবপুর থানায়। মঙ্গলবার ওই নিখোঁজ ডায়েরিটি করেন কলকাতা হাই কোর্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (এসিপি)। সূত্রের খবর, এসিপি-কে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের প্রতিলিপি দেন। তার ভিত্তিতেই পুলিশ মানিকের খোঁজ শুরু করে। খুঁজে না পাওয়ার কারণে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

Advertisement

প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবার হাই কোর্টে মামলাকারীদের আইনজীবী জানান, টেট পরীক্ষার উত্তরপত্র (ওএমআর শিট) নষ্ট করা হয়েছে। পর্ষদও সেই দাবি মেনে নেয়। তারা জানায়, জায়গার অভাবের কারণে ১২ লক্ষের বেশি ওএমআর শিট নষ্ট করা হয়েছে। এই যুক্তি মানতে পারেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার মধ্যে প্রাক্তন সভাপতিকে সিবিআই দফতরে যেতে হবে। তাঁর হাজিরা নিশ্চিত করবেন পুলিশ। এই নির্দেশের পরই মানিকের খোঁজ শুরু করে পুলিশ। রাত ৮টার কিছু সময় আগেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আদালতের নির্দেশ কার্যকর না করতে পেরে শেষমেশ থানায় ডায়েরি করে পুলিশ।

রাত ৮টা নাগাদ মানিকের হাজিরার কথা থাকলেও, তিনি হাজিরা দেননি। যদিও তাঁকে এক দিনের জন্য রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে মঙ্গলবার তিনি সিবিআই দফতরে গেলে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

আরও পড়ুন
Advertisement