রাজীব সিংহ। ফাইল চিত্র
রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন আইএএস অফিসার সঞ্জয় বনশল। পঞ্চায়েত ভোটের মুখে বুধবার রাজ্যের তরফে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়কে। কমিশন সূত্রে খবর, নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে সাহায্য করার জন্যই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়কে।
রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন রাজীব। ৭ জুন নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পরেই ৮ জুন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজীব। ঠিক হয় ভোট হবে ৮ জুলাই। মাঝে ১ মাস সময়ে রাজ্যের ২২টি জেলার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন জমা, স্ক্রুটিনি এবং মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত কাজ রয়েছে। এর মধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলাও চলছে হাই কোর্টে। রয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কাজও। সব মিলিয়েই আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনের কাজ বিস্তর। সঞ্জয় সেই সব কাজেই সাহায্য করবেন রাজীবকে।
রাজীব এর আগে রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে সাহায্য করার দায়িত্বে আসা আইএএস কর্তা সঞ্জয় এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব পদে কাজ করেছেন। তবে এ বার রাজ্যের পঞ্চায়েত ভোট পরিচালনার কাজে নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবকে সাহায্যে করবেন তিনি।