Onion Price

দাম আশি ছুঁয়েছে! গলায় পেঁয়াজের মালা পরে হুগলিতে মিছিল বিধায়ক অসিতের, নিশানা কেন্দ্রকে

স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বের চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খরুয়াবাজার পর্যন্ত মিছিল করে শাসকদল। গলায় পেঁয়াজের মালা পরে সেই মিছিলে হাঁটতে দেখা গেল বিধায়ক এবং তাঁর অনুগামীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৩ ১১:৩৬

—নিজস্ব চিত্র।

আশি ছুঁয়েছে পেঁয়াজের কেজি। জ্বালানির দাম বাড়ছে বলেই পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ছে বাজারে। এর জন্য কেন্দ্রই দায়ী বলে অভিযোগ তুলে হুগলির চুঁচুড়ায় পথে নামল তৃণমূল। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বের চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খরুয়াবাজার পর্যন্ত মিছিল করে শাসকদল। গলায় পেঁয়াজের মালা পরে সেই মিছিলে হাঁটতে দেখা গেল বিধায়ক এবং তাঁর অনুগামীদের।

Advertisement

অসিত বলেন, ‘‘পেঁয়াজের দাম আশি। তেলের দাম, গ্যাসের দামও চড়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে। কেন্দ্র তা নিয়ন্ত্রণ করতে পারছে না। একমাত্র তৃণমূলই মানুষের পাশে রয়েছে। আর কেউ নেই মানুষের পাশে। ২০২৪ সালে বিজেপিকে হঠাতে মানুষের আশীর্বাদ চাই। রাজ্য সরকারের টাস্ক ফোর্স রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণ করে। তেলের দাম বাড়ছে বলেই পেঁয়াজের দাম বাড়ছে। এখানে রাজ্যের কিছু করার নেই।’’

পাল্টা হুগলি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ‘‘যা জমি-জায়গা ছিল, সব সিন্ডিকেটের হাতে। চাষ হবে কোথায়? শাসকদলের চোরগুলো সব ধরা প়ড়ছে। আর তা থেকে নজর ঘোরাতে গলায় পেঁয়াজ নিয়ে ঘুরতে হচ্ছে।’’ বিধায়কের উদ্দেশে বিজেপি নেতা বলেন, ‘‘আর কী কী গলায় নেবেন? দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার কী করছে?’’

পশ্চিমবঙ্গে পেঁয়াজের জোগান দেয় মূলত নাসিক। হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩,৮০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। সব চেয়ে বেশি বলাগড়ে। প্রায় ৭৪ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয় সেখানে। হুগলি ছাড়া মুর্শিদাবাদে পেঁয়াজ চাষ হয়। জেলার চাষিরা জানাচ্ছেন, মূলত সুখসাগর প্রজাতির পেঁয়াজ চাষ হয় হুগলিতে। সেই পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না। উৎপাদনের পর মাস পাঁচেক সেই পেঁয়াজের জোগান থাকে বাজারে। হুগলি জেলা উদ্যান পালন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভাশিস গিরি বলেন, ‘‘চাহিদা এবং জোগানের উপর দাম ওঠা নামা করে। এখন জোগান কম থাকায় দাম বেড়েছে। পেঁয়াজ জানুয়ারি মাসে উঠলেই দাম কমবে। বর্ষাকালীন পেঁয়াজ চাষ অল্প পরিমাণ জমিতে হয়। তাই চাহিদা মেটে না।’’

আরও পড়ুন
Advertisement