Death By Electrocution

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কারখানার মালিকের

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাবার মৃত্যুর পরে কয়েক জন কর্মীকে সঙ্গে নিয়ে আইসক্রিম কারখানাটি চালাচ্ছিলেন জিতেশ। রবিবার সন্ধ্যায় যখন দোকানে পুজো করে ধূপ দিচ্ছিলেন, তখন তাঁর হাত কোনও রকমে পাশেই থাকা একটি ডিপ ফ্রিজে লেগে যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৬:৩৩

— প্রতীকী চিত্র।

আইসক্রিমের কারখানার ভিতরে ডিপ ফ্রিজে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই কারখানার মালিকের। রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে লিলুয়ার কোনা তেঁতুলতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জিতেশ দাস (৩৫)। বাড়ি হাওড়ার দাশনগরে। পরিবারের একমাত্র উপার্জনকারী জিতেশের বাড়িতে স্ত্রী ও এক বছরের একটি সন্তান রয়েছে। কারখানার একটি ডিপ ফ্রিজ শর্ট সার্কিট হয়ে থাকায় তাতে হাত দিতেই জিতেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে। লিলুয়া থানা ওই যুবকের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাবার মৃত্যুর পরে কয়েক জন কর্মীকে সঙ্গে নিয়ে আইসক্রিম কারখানাটি চালাচ্ছিলেন জিতেশ। রবিবার সন্ধ্যায় যখন দোকানে পুজো করে ধূপ দিচ্ছিলেন, তখন তাঁর হাত কোনও রকমে পাশেই থাকা একটি ডিপ ফ্রিজে লেগে যায়। ফ্রিজটি কোনও ভাবে আগে থেকেই শর্ট সার্কিট হয়ে ছিল। ফলে তাতে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন জিতেশ। কারখানার কর্মীরা তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের প্লাগ খুলে দেন। এর পরে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কারখানার মালিকের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন কর্মীরা। এর পরে কী ভাবে কারখানাটি চলবে, তা নিয়েও চিন্তিত তাঁরা।

আরও পড়ুন
Advertisement