Durga Puja 2024

সমাজ বদলের ডাক পুজো মণ্ডপে, প্রতিবাদও

পুজো কমিটির সম্পাদক গৌতম দাস জানান, তাঁদের থিমের নাম ‘প্রাচীন সভ্যতার ইতিকথা’। পুরাণে উল্লিখিত বিভিন্ন দেব-দেবীর মূর্তিকে কংক্রিটের মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হচ্ছে।

Advertisement
সুদীপ দাস
চুঁচুড়া শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৭:৫৭
ব্যান্ডেল সাহাগঞ্জ নবীন সংঘের মন্ডপ ও প্রতিমা।

ব্যান্ডেল সাহাগঞ্জ নবীন সংঘের মন্ডপ ও প্রতিমা।

প্রতিবাদের আবহে এ বার পুজো হচ্ছে। তার ছাপ পড়ছে পুজো মণ্ডপেও।

Advertisement

প্রতিবারই থিমপুজোয় ভাসে হুগলির জেলাসদর চুঁচুড়া। এ বারও তার অন্যথা হয়নি। তবে, এ বার সেই থিমে যেমন জায়গা করে নিয়েছে সমাজ বদলের ডাক, তেমনই দেশপ্রেমও। আর জি কর-কাণ্ডের প্রতিবাদও থাকছে। সাহাগঞ্জ কেওটা নবীন সঙ্ঘের পুজো এ বার ৫২ বছরে পড়ল। বড় বাজেটের পুজো হলেও তরুণী চিকিৎসকের স্মরণে সমস্ত অনুষ্ঠান বন্ধ রাখছে তারা।

পুজো কমিটির সম্পাদক গৌতম দাস জানান, তাঁদের থিমের নাম ‘প্রাচীন সভ্যতার ইতিকথা’। পুরাণে উল্লিখিত বিভিন্ন দেব-দেবীর মূর্তিকে কংক্রিটের মাধ্যমে মণ্ডপে তুলে ধরা হচ্ছে। তিনি বলেন, ‘‘পুজোর ক'টা দিন আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মণ্ডপ প্রাঙ্গণে ফ্লেক্স-ব্যানার টাঙানো থাকবে। এই আবহে প্রতিবারের মতো বিচিত্রানুাষ্ঠনও আমরা করব না।’’

পাশেই উজ্বল সঙ্ঘের পুজো ৬৬ বছরে পড়ল। তারা বর্তমান প্রেক্ষাপটে সমাজ বদলের ডাক দিয়েছে মণ্ডপে। সভাপতি পলাশ চক্রবর্তী বলেন, ‘‘জামাকাপড় নোংরা হলে যেমন বদলের প্রয়োজন, তেমনই সমাজের ক্ষেত্রেও কথাটা খাটে। এইথিমের মাধ্যমে আমরা একটিছাতার নীচে সেই ভাবনাকেই তুলে ধরতে চেয়েছি। সামঞ্জস্যপূর্ণ প্রতিমার মধ্যে দিয়েও সেই থিমের আভাস মিলবে।’’

কিছুটা দূরের সুব্রত সমিতির মণ্ডপ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি হচ্ছে। পুজো কমিটির তরফে খরচ বাঁচিয়ে পঞ্চমীর দিন খানাকুলে বন্যাদুর্গতদের ত্রাণ দিয়ে আসার পরিকল্পনা হয়েছে। বাবুগঞ্জ সর্বজনীনের পুজো ৫২ বছরে পড়ল। থিম— দেশপ্রেম। ব্রিটিশ আমলে বিপ্লবীদের কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। রয়েছে বিপ্লবীদের সম্পর্কে তৎকালীন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত অংশও। কমিটির সম্পাদক দিলীপ ভট্টাচার্য জানান, সমসাময়িক বাঙালি নারীদের কথা মাথায় রেখে আটপৌরে লাল পাড়ের সাদা শাড়ি পরাত প্রতিমা মণ্ডপে থাকছে।

পঞ্চাননতলা সর্বজনীনের থিম— বিপন্নতার উৎস মুখে। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে মণ্ডপ তৈরি হয়েছে বলে দাবি কমিটির সদস্য অনির্বাণ চট্টোপাধ্যায়ের। পরিবেশকে বাঁচানোর শেষ চেষ্টাই মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। রথতলা সর্বজনীনের ৬৭ বছরের থিম, রাজবাড়ি। খোলা মাঠে বিশালকার সাদা মণ্ডপ। বড়বাজার আজাদ হিন্দ ক্লাবের পুজো ৭৪ বছরে পড়ল। থিম— মায়ের হাতে সবুজায়ন। পুজো কমিটির সম্পাদক বিশাল কাহার বলেন, ‘‘জল নষ্টকরার পাশাপাশি মানুষই সবুজ ধ্বংস করছে। এই পরিস্থিতিতে আমাদের ভাবনায় দেবী দুর্গাই পৃথিবীকে বাঁচাতে নিজে হাতে গাছ লাগাতে নেমে পড়েছেন।’’

বেগুনতলা সর্বজনীন সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের অবহেলার কথা তুলে ধরছে মণ্ডপে। কমিটির সদস্য রিতম মজুমদার জানান, থিমের নাম ‘বোবা কান্না’। পেয়ারাবাগান উদয় সঙ্ঘের থিম— নারীশক্তি। প্রতিমাতেও তার ছোঁয়া থাকছে বলেই জানান ক্লাবের সদস্য বুবাই রায়।

আরও পড়ুন
Advertisement