Train Blockade

ট্রেন বাতিলের খবরে শালিমার স্টেশনে অবরোধ যাত্রীদের! ভুল ঘোষণা, জানাল রেল

মঙ্গলবার সকালে শালিমার স্টেশনে এসে যাত্রীরা জানতে পারেন শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পরেই রেল অবরোধ শুরু করেন তাঁরা। পরে রেলের আশ্বাসে ওঠে অবরোধ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শালিমার শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:০৬
যাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টায় আরপিএফ আধিকারিকেরা। মঙ্গলবার শালিমার স্টেশনে।

যাত্রীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টায় আরপিএফ আধিকারিকেরা। মঙ্গলবার শালিমার স্টেশনে। —নিজস্ব চিত্র।

ট্রেন বাতিলের খবর পেয়ে শালিমার স্টেশন অবরোধ করেন যাত্রীরা। অবরোধ তুলতে এসে রেলের আধিকারিকেরা জানান, ভুল করে ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল। আসলে ট্রেনটি দেরিতে ছাড়বে।

Advertisement

মঙ্গলবার সকালে শালিমার স্টেশনে এসে যাত্রীরা জানতে পারেন শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দীপক সান্যাল নামের এক যাত্রী বলেন, “সকাল ১০টায় ট্রেন ছাড়ার কথা। সকালে স্টেশনে এসে শুনছি ট্রেনটি বাতিল করা হয়েছে।” আর এক যাত্রী পিয়ালি দাসের কথায়, “ট্রেন বাতিল যদি করাই হয়ে থাকে তবে আজ কী ভাবে কাউন্টার থেকে ওই ট্রেনের টিকিট দেওয়া হল? এমনকি তৎকাল টিকিটও দেওয়া হয়েছে।”

যাত্রীদের বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন আরপিএফের আধিকারিকেরা। রেলের এক কর্তা জানান, ট্রেনটি বাতিল করা হয়নি। কেবল সেটি ছাড়ার সময় বদলানো হয়েছে। রেলের তরফে যাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করা হয়। রেলের তরফে আশ্বাস পেয়ে যাত্রীরা লাইন থেকে সরে যান। শালিমার স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা নেই। ফলে যাত্রীদের বিক্ষোভে দৈনন্দিন ট্রেন চলাচলে তেমন প্রভাব পড়েনি। এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) ওমপ্রকাশ চরণ বলেন, “ট্রেনটির সময় বদলানো হয়েছে। কিন্তু ট্রেন বাতিলের ঘোষণা কী ভাবে হল, তা দেখা হচ্ছে।”

Advertisement
আরও পড়ুন