Missing

‘হ্যাকিং’ শিখতে পাড়ি, উদ্ধার ৩ ছাত্র

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই ছাত্রেরা জানিয়েছে, ‘হ্যাকিং’ শেখার জন্য গুজরাতের সুরাতে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এক বন্ধুর কথা মতো তারা প্রথমে তারাপীঠে যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৮:২৬

— প্রতীকী চিত্র।

স্কুলের পরে বুধবার বিকেল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল হুগলির গোঘাটের নবম শ্রেণির তিন ছাত্র। বাড়ির লোকেরা থানায় খবর দেন। বৃহস্পতিবার রাতে তারাপীঠ থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই ছাত্রেরা জানিয়েছে, ‘হ্যাকিং’ শেখার জন্য গুজরাতের সুরাতে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এক বন্ধুর কথা মতো তারা প্রথমে তারাপীঠে যায়। শুক্রবার হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃশাণু রায় বলেন, ‘‘ওরা জানিয়েছে, ওদের অনেক দিনের ইচ্ছে ‘হ্যাকিং’ শেখার। কিন্তু নিজস্ব ফোন নেই। তাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে পালিয়ে সুরাতে পাড়ি দেওয়ার চেষ্টা করে তারা। কেন সুরাতে যেতে চাইছিল ওরা, এর পিছনে কোনও চক্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

শনিবার তিন ছাত্রকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। তাদের সিঙ্গুরের সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
আরও পড়ুন