Rishra

রিষড়ায় গল্প করছিলেন ব্যবসায়ী, মাথার পিছনে গুলি করে চম্পট যুবকের, পুরনো শত্রুতার জের!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে জৈনুদ্দিন আনসারি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন খান। সে সময় কাছে এসে তাঁর মাথার পিছনে গুলি করেন অভিযুক্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৬:০৯
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে। — নিজস্ব চিত্র।

কোন্নগর রিষড়া সীমানা লাগোয়া ব্রহ্মস্থানে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী। অভিযোগ, তাঁকে মাথার পিছনে গুলি করে পালিয়েছেন স্থানীয় এক যুবক। পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরে গুলি করা হয়েছে লরি ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে। এলাকায় তিনি ‘খান’ বলে পরিচিত। শ্রীরামপুরের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে জৈনুদ্দিন আনসারি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন খান। সে সময় কাছে এসে তাঁর মাথার পিছনে গুলি করেন অভিযুক্ত। স্থানীয়েরা তাঁকে ধরতে গেলে পাঁচিল টপকে পালিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রঞ্জন যাদব। তিনি বাগখাল দুই নম্বর লাইনের বাসিন্দা। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে পুরনো গণ্ডগোলের জেরে গুলি চালানো হয়েছে। অন্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন