Nawsad Siddique

বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি দুর্ঘটনায়, কোনা এক্সপ্রেসওয়েতে ধাক্কা কন্টেনারের পিছনে

কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা দেয় বিধায়কের গাড়ি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৩ ১২:২৫
দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি।

দুর্ঘটনার কবলে নওশাদ সিদ্দিকির গাড়ি। নিজস্ব চিত্র।

কোনা এক্সপ্রেসওয়ের গরফা ক্রসিংয়ে দুর্ঘটনার কবলে পড়লেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা দেয় বিধায়কের গাড়ি।

স্থানীয় সূত্রে খবর, ফুরফুরা শরিফে নিজের বাড়ি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে বিধানসভায় যাচ্ছিলেন নওশাদ। গাড়িতে ছিলেন বিধায়ক। পথে গরফা ক্রসিংয়ের কাছে নওশাদের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। যার জেরে বিধায়কের গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নওশাদ। কন্টেনারটি আচমকা গতি কমিয়ে দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পিছনে বিধায়কের গাড়ি ধাক্কা দেয় বলে দাবি স্থানীয়দের একাংশের।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়ক এবং চালক দু’জনেই সুস্থ আছেন। দুর্ঘটনার মিনিট কুড়ি পর তিনি অন্য একটি গাড়ি করে বিধানসভার উদ্দেশে রওনা দেন। ব্রেক ডাউন ভ্যান তাঁর গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছে।

Advertisement
আরও পড়ুন