Molestaion

ডাক্তার দেখাতে এসে যৌন নির্যাতনের শিকার! অভিযুক্তকে গণপিটুনি আরামবাগে, উত্তেজনা

স্থানীয় সূত্রে খবর, গোঘাট থেকে আরামবাগে ডাক্তার দেখাতে এসেছিলেন এক মহিলা। চিকিৎসক চেম্বারে না আসায় একটি জায়গায় অপেক্ষা করছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৯:২৫

— প্রতীকী চিত্র।

ডাক্তার দেখাতে গিয়ে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ করলেন এক মহিলা। বুধবার ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির আরামবাগে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ‘নির্যাতিতা’র পরিবারের লোকজন। স্থানীয়েরা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গোঘাট থেকে আরামবাগে ডাক্তার দেখাতে এসেছিলেন এক মহিলা। চিকিৎসক চেম্বারে না আসায় একটি জায়গায় অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় অভিযুক্ত তাঁকে কোনও একটি বিষয়ে সাহায্য করার কথা বলে পাশের একটি দোকানের গুদামঘরে নিয়ে যান। কিন্তু গুদামঘরের শাটার ফেলে ওই মহিলাকে তিনি ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। মহিলার চিৎকার-চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজন ছুটে এসেছিলেন। তাঁরাই মহিলাকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে ঘিরে ধরেন। চলে অভিযুক্তকে মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ। তারা অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। নির্যাতিতার পরিবারের তরফে আরামবাগ মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত একটি কাপড়ের দোকানের কর্মী। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি নির্যাতিতা মহিলার স্বাস্থ্য পরীক্ষার জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement
আরও পড়ুন