Nasibpur Rail Station Incident

দু’দিকে দাঁড়িয়ে ট্রেন, তারকেশ্বরে নেশায় চুর রেলকর্মী গেট নামাতে গিয়ে নিজেই পড়ছেন বার বার!

সোমবার রাত পৌনে ১১টা নাগাদ নসিবপুর স্টেশনে রেলগেট দু’দিকেই খোলা ছিল। দু’দিকে তখন দুটো যাত্রিবাহী ট্রেন দাঁড়িয়ে। কিন্তু গেট নামাতে গিয়ে ঘাম ছুটে যায় গেটম্যানের। পরে তাঁকে কয়েক জন ধরে তোলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ২০:০৯
Gateman

(বাঁ দিকে) ট্রেন দাঁড়িয়ে। গেটম্যান হাঁটতে গিয়ে বসে পড়েছেন। (ডান দিকে) —নিজস্ব চিত্র।

দু’দিকে ট্রেন দাঁড়িয়ে। রেলগেট তখনও নামেনি। রেলগেট নামানোর দায়িত্ব যাঁর, তাঁর তখন নেশায় টলমল অবস্থা। গেটম্যানকে তুলে ধরে রেলগেটের কাছে এগিয়ে দিলেন পথচারীরা। কিন্তু রেলগেট নামাতে গিয়ে নিজেই পড়লেন মাটিতে! সোমবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিয়ো (ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তবে রেলের তরফে জানানো হয়েছে দৃশ্যটি হাওড়া-তারকেশ্বর শাখার নসিবপুর স্টেশনের। ওই গেটম্যানকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত পৌনে ১১টা নাগাদ নসিবপুর স্টেশনে রেলগেট দু’দিকেই খোলা ছিল। দু’দিকে তখন দুটো যাত্রিবাহী ট্রেন দাঁড়িয়ে। কিন্তু গেট নামাতে গিয়ে ঘাম ছুটে যায় গেটম্যানের। পরে তাঁকে কয়েক জন ধরে তোলেন। কিন্তু গেট নামাতে গিয়ে বার বার পড়ে যাচ্ছিলেন তিনি। অনেক চেষ্টায় গেট ফেলেন। কিন্তু সেই কাজ করে ফিরে যাওয়ার সময় আবার পড়ে যান ওই রেলকর্মী। গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করেছেন শেখ আসিফ আলি নামে এক ব্যক্তি। ওই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে নড়েচড়ে বসে রেল। আসিফ বলেন, ‘‘এক বন্ধুকে আনতে স্টেশনে গিয়েছিলাম। তখন ওই দৃশ্য দেখি। আমি যে ভিডিয়োটি করেছি, সেটি ‘ফেক’ (ভুয়ো) নয়। কোনও ‘এডিট’ (সম্পাদনা) নেই। গতকাল (সোমবার) রাতে রেলের গেটম্যানকে নেশাগ্রস্ত অবস্থায় কাজ করতে দেখে ভিডিয়ো করেছিলাম।’’ তাঁর সঙ্গে আরও কয়েক জন প্রত্যক্ষদর্শীর দাবি, ‘‘গেটম্যান মত্ত অবস্থায় ছিলেন। গেট নামাতে গিয়ে বার বার পড়ে যাচ্ছিলেন তিনি।’’ স্বাভাবিক ভাবে রেলের পরিষেবা এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন ওই গেটম্যান।

এমন ঘটনায় শোরগোল শুরু হয়েছে সংশ্লিষ্ট স্টেশন এলাকায়। এমনকি, রাজনৈতিক দোষারোপ শুরু হয়। নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা গোবিন্দ ধাড়ার মন্তব্য, ‘‘ওই গেটম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে। সঙ্গীসাথীদের নিয়ে স্টেশন এলাকায় উনি মদ্যপান করেন। এমন ঘটনা মোটেও কাম্য নয়।’’ তাঁর সংযোজন, ‘‘মোদী জমানায় গেটম্যান এবং কেবিনম্যানের ভুলে একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনা হয়েছে। অনেক জীবনহানি হয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।’’ পাল্টা সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনর মধুসূদন দাস বলেন, ‘‘রেলের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার যথেষ্ট যত্নবান। এ নিয়ে তৃণমূলকে নাক গলাতে হবে না। কর্তব্যরত অবস্থায় যদি কোনও কর্মচারী এমন কাজ করে থাকেন, তাঁর বিরুদ্ধে রেল যথাযথ ব্যবস্থা নেবে।’’

রেলের তরফে অবশ্য শাস্তির কথা জানানো হয়েছে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, ‘‘আমরা এক গেটম্যানকে অপ্রকৃস্থ অবস্থায় পেয়েছি। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘রেল যে কোনও রকমের অবৈধ কার্যকলাপের ঘোরতর বিরোধী।’’

Advertisement
আরও পড়ুন