Fire Accident

নার্সদের ফ্ল্যাটে আগুন, পুড়ে ছাই আসবাব

বৃহস্পতিবার, হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা। আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ০৮:০৭
পাঁচতলা বাড়ির দোতলার  ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়।

পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। — প্রতীকী চিত্র।

একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জন্য নেওয়া পাঁচতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আগুন লেগে আতঙ্ক ছড়াল এলাকায়। বৃহস্পতিবার, হাওড়ার বটানিক্যাল গার্ডেন থানা এলাকার নস্করপাড়ার ঘটনা। আগুনের জেরে ফ্ল্যাটটির সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১২টা নাগাদ ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে থাকা ওই বহুতলের দোতলায় আগুন লাগে। এলাকাবাসীরা জানান, সে সময়ে ওই হাসপাতালের নার্সদের কেউ বাড়িতে ছিলেন না। জানলা দিয়ে প্রথমে ধোঁয়া বেরোতে দেখে তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। এলাকার এক বাসিন্দা সুরজ সিংহ বলেন, ‘‘আগুন কিছু ক্ষণের মধ্যেই বিধ্বংসী আকার নেয়। জানলা দিয়ে গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। যে হেতু ঘিঞ্জি এলাকা, তাই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি ছিল। কিন্তু দমকলকর্মীদের চেষ্টায় তা আর হয়নি।’’ দমকল সূত্রের খবর, ওই ফ্ল্যাটের বাসিন্দারা সম্ভবত ধূপ জ্বেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেখান থেকে কোনও ভাবে আগুন লেগেছে কিনা, তা দেখা হচ্ছে। তবে ফরেন্সিক পরীক্ষার পরেই তা নিশ্চিত ভাবে বলা যাবে।

Advertisement
আরও পড়ুন