Chandannagar Child Death Case

চন্দননগরে কি ডাকাতদের হাতে খুন ছ’বছরের শিশু, বাবার দাবি ঘিরে চাঞ্চল্য, খতিয়ে দেখছে পুলিশ

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। ওই শিশুর বাবার অনুমান, বাড়িতে ডাকাত পড়েছিল। সেই ডাকাতেরাই লুটপাট চালানোর আগে তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১২:৩৪
চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়।

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। —প্রতীকী চিত্র।

চন্দননগরে ছ’বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। ওই শিশুর বাবার অনুমান, বাড়িতে ডাকাত পড়েছিল। সেই ডাকাতেরাই লুটপাট চালানোর আগে তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধ করে খুন করেছে। বৃহস্পতিবার সকালে তিনি জানান, পুলিশকে লিখিত ভাবে বিষয়টি জানাবেন। অন্য দিকে, সকালেই ঘটনার তদন্তে ওই বাড়িতে যান চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছেন চন্দননগরের ডিসিপি অলকানন্দ ভাওয়াল এবং চন্দননগর থানার আইসি শুভেন্দু বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বৃহস্পতিবার সকালে ছ’বছরের ওই শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন, “আজ সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। স্ত্রীকে জিজ্ঞাসা করি সে আলমারি খুলেছিল কি না। স্ত্রী জানায়, সে আলমারি খোলেনি। লকারে চল্লিশ হাজার টাকা আর কিছু গয়না ছিল। সেগুলো পাইনি। মনে হচ্ছে বাড়িতে ডাকাত এসেছিল। তারাই আমার ছেলেকে শ্বাসরোধ করে মেরেছে।”

বুধবার চন্দননগর কুন্ডুঘাট এলাকায় ছ’বছরের শিশু নিখিল বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু হয়। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে বেরিয়ে গিয়েছিলেন। দুপুরে শিশুকে একা বাড়িতে রেখে তার মা তনুশ্রী কিছু ক্ষণের জন্য বাইরে গিয়েছিলেন। ওই দম্পতির মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। মা আর দিদি বিকেলে ফিরে এসে দেখেন দোতলার ঘরে নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় দিদি। তখনই নিখিলের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে। সেই অবস্থায় তাকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ হাসপাতালে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুর মা-বাবার সঙ্গেও কথা বলে তারা। তনুশ্রী বলেন, “ছেলে কার্টুন দেখছিল। পরে মেয়ে এসে দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাইকে ডাকতে গিয়ে দেখে বমি করে ফেলেছে। ওর বাবাকে ফোন করে খবর দিই।” পরিবারের তরফে জানানো হয়, ওই শিশুর কোনও অসুস্থতা ছিল না।

পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। কী ভাবে তার মৃত্যু হল, তা জানতে বৃহস্পতিবারই দেহের ময়নাতদন্ত করাবে পুলিশ।

Advertisement
আরও পড়ুন