শিশু দিবস উপলক্ষে বাঁকড়ার স্কুলে ছাত্রীদের পাতে পড়ল বিরিয়ানি। —নিজস্ব চিত্র।
ভাত-তরকারির বদলে বিরিয়ানি! বৃহস্পতিবার, শিশু দিবসের দিন এই খাবারই পাতে পড়ল বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের। তাতে বেজায় খুশি তারা। শুধু মিড ডে মিলে বিরিয়ানি নয়, শিশু দিবসে শিক্ষিকাদের থেকে উপহারও পেয়েছে এই স্কুলের ছাত্রীরা।
বাঁকড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয়ে প্রতিদিনই মিড ডে মিলে দেওয়া হয় ভাত এবং তরকারি। মাঝে মাঝে সঙ্গে দেওয়া হয় ডিম। সেই একঘেয়েমি কাটিয়ে বৃহস্পতিবার বাঁকড়ার এই স্কুলে পড়ুয়াদের মিড ডে মিলে দেওয়া হয় বিরিয়ানি, স্যালাড এবং আইসক্রিম। সকাল থেকেই স্কুল চত্বর ম ম করেছে বিরিয়ানির গন্ধে। বড় বড় হাঁড়িতে ছাত্রীদের জন্য রান্না করা হয়েছে বিরিয়ানি।
সারিনা খাতুন নামে এক ছাত্রী জানিয়েছে, শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সঙ্গে বিরিয়ানিও খাওয়া হয়েছে। টিচার ইনচার্জ ঝুমা ঘোষ বলেন, ‘‘বছরের এই দিনটা ছাত্রীদের সঙ্গে অন্য রকম ভাবে কাটানো হয়। ছোটরা নাচ, গান এবং আবৃত্তির অনুষ্ঠান করে। তার পর চলে খাওয়া দাওয়া।’’ দিদিমণিরা ছোটদের উপহার দিয়েছেন পেন এবং চকোলেট। দিনটাকে একটু অন্য ভাবে উপভোগ করতে পেরে খুশি ছাত্রীরাও।