Arambagh Municipality

দ্বারকেশ্বরের গর্ভ থেকে থেকে সরানো হচ্ছে বর্জ্য

আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, “স্থানীয় মানুষের বাধায় আমাদের ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটির কাজ থমকে আছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ০৮:৩৮
আরামবাগের রামকৃষ্ণ সেতুর নীচে রাখা বর্জ্য সরানো শুরু হল শনিবার।

আরামবাগের রামকৃষ্ণ সেতুর নীচে রাখা বর্জ্য সরানো শুরু হল শনিবার। নিজস্ব চিত্র।

আরামবাগ পুরসভার বিরুদ্ধে শহরের পল্লিশ্রী সংলগ্ন দ্বারকেশ্বর নদের গর্ভে আবর্জনা ফেলার অভিযোগ দীর্ঘ দিনের। সেই আবর্জনা থেকে দূষণ, দুর্গন্ধ এবং মশার উপদ্রব নিয়ে নদের দু’পারের মানুষের অসন্তোষও রয়েছে। অবশেষে রাজ্য নগরোন্নয়ন সংস্থার (সুডা) ব্যবস্থাপনায় শনিবার থেকে সেই সব আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়া শুরু হল। সুডা পরিচালিত বৈদ্যবাটীর বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে ওই সব আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement

আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, “স্থানীয় মানুষের বাধায় আমাদের ১৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটির কাজ থমকে আছে। শহরে নির্দিষ্ট কোনও ভাগাড় না থাকাতেই বাধ্য হয়ে বহুদিন ধরে নদের গায়ে বর্জ্য ফেলতে হচ্ছিল। অবশেষে আমাদের আবেদনে সুডা সেগুলো সরাচ্ছে।”

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০২৩-এর সেপ্টেম্বর মাসে সুডা-র ইঞ্জিনিয়ারদের একটি দল এসে ড্রোন উড়িয়ে এবং নানা ভাবে মাপজোক করে আবর্জনার পরিমাণ এবং তা কী ভাবে সরানো হবে, তা জরিপ করে গিয়েছিলেন। তারপর এক বছর কেটে গেলেও সেই আবর্জনা সরানো হচ্ছিল না বলে অভিযোগ। মানুষের ক্ষোভ বাড়ছিল। এ দিন আবর্জনা সরানো দেখে শহরবাসী স্বস্তি প্রকাশ করেছেন। যদিও পুরসভার নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এই ব্যবস্থা কতদিন থাকবে, তা নিয়ে
শহরবাসী সন্দিহান।

Advertisement
আরও পড়ুন