সমীরণ পণ্ডিত। —নিজস্ব চিত্র।
গ্রামীণ হাওড়ায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল। উলুবেড়িয়া থানার তপনা পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর গ্রামের ঘটনা। মৃতের নাম সমীরণ পণ্ডিত। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন তাঁর উপর চড়াও হন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর যায় উলুবেড়িয়া থানায়। ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, খুনটি পূর্ব পরিকল্পিত। এই খুনের নেপথ্যে পুরনো বিবাদ না কি অন্য কোনও কারণ তা তদন্ত করে দেখছে পুলিশ। সমীরণের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েক জন লোক সমীরণের পথ আটকায়। তাঁদের প্রত্যেকের হাতে লাঠি এবং ধারালো অস্ত্র ছিল। প্রথমে কথা কাটাকাটি হয়। এর পর সমীরণকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হামলাকারীরা সমীরণের পরিচিত বলেই দাবি করছেন স্থানীয়েরা। রক্তাক্ত অবস্থায় সমীরণকে উদ্ধার করে স্থানীয়েরাই হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উলুবেড়িয়া থানায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সুবিমল পাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তিনি বলেন, “মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। খুনের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করেছি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পুরনো কোনও বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।” ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশের দাবি।