প্রতারকেরা বিভিন্ন সমাজমাধ্যমে ভুয়ো প্রকল্পের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে। —প্রতীকী চিত্র।
ভুয়ো বিনিয়োগ প্রকল্পে টাকা রেখে প্রায় ২ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের সাহায্যে তাঁর ১ লক্ষ ৮২ হাজার টাকা উদ্ধার করেছে। হাওড়ার শিবপুরের ঘটনা।
পুলিশ জানিয়েছে, প্রতারকেরা বিভিন্ন সমাজমাধ্যমে ভুয়ো প্রকল্পের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে। কিন্তু ওই ঘটনায় অভিযোগকারী, শিবপুরের বাসিন্দা বিনোদ ভার্মা অতি দ্রুত থানায় অভিযোগ জানালে পুলিশই তাঁকে এফআইআর করতে বলে।
পুলিশ জানিয়েছে, বিনোদ লিখিত অভিযোগে জানান, সমাজমাধ্যমে ভুয়ো ট্রেডিং গ্রুপে বিনিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেখে তিনি প্রায় ২ লক্ষ টাকা দেন। পরে তিনি প্রকল্প অনুযায়ী টাকা ফেরত চাইতে গেলে দেখেন, ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর পরেই তিনি প্রতারিত হয়েছেন বুঝে দ্রুত পুলিশের দ্বারস্থ হন। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানান, প্রতারকেরা সমাজমাধ্যম ব্যবহার করে বহু মানুষকে, বিশেষত প্রবীণদের প্রতারিত করছে। ওই পদস্থ কর্তা বলেন, ‘‘এই ভাবে কেউ যদি প্রতারিত হন, অথবা কারও নাম বা ছবি ব্যবহার করে টাকাপয়সা চাওয়া হয়, তাহলে তিনি তৎক্ষণাৎ ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে গিয়ে আধার নম্বর দিয়ে অভিযোগ করতে পারেন। সেই অভিযোগ আপলোড করলে তা দেশের সমস্ত ব্যাঙ্ক, থানা ও সংশ্লিষ্ট অফিসারদের কাছে চলে যাবে। এটা করলে তৎক্ষণাৎ স্থানীয় থানা যেমন তদন্ত শুরু করবে, তেমনই যে সব ব্যাঙ্কে ওই ব্যক্তির অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কও টাকা আটকে দেবে। ফলে প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন ওই ব্যক্তি।’’