Illegal Documents

টাকা নিয়ে জাল শংসাপত্র অভিযুক্ত পঞ্চায়েত সদস্য

রবিউল জানান, তাঁর রেডিমেড পোশাকের ব্যবসা রয়েছে। ব্যবসায় মন্দার কারণে মাস দেড়েক ধরে রেশন কার্ড তৈরি এবং সংশোধনের কাজ শুরু করেছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
ডোমজুড় শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৯:১৮
ডোমজুড়ের বেগড়ি পঞ্চায়েত।

ডোমজুড়ের বেগড়ি পঞ্চায়েত। ছবি সংগৃহীত।

টাকার বিনিময়ে জন্ম শংসাপত্র তৈরির অভিযোগ উঠল ডোমজুড়ের বেগড়ি পঞ্চায়েতের তৃণমূল সদস্য রবিউল খাঁর বিরুদ্ধে। তাঁর নামে বৃহস্পতিবার ডোমজুড় থানায় এই মর্মে লিখিত অভিযোগ করেন স্থানীয় কেশবপুরের বাসিন্দা শেখ হাফিজুল। অভিযোগ
মানেননি রবিউল। হাফিজুলের অভিযোগ, ‘‘উনি (রবিউল) আড়াই হাজার টাকার বিনিময়ে আমার ছেলে শাহিদ শেখের জন্ম শংসাপত্র তৈরি করে দিয়েছিলেন। পরে ছেলের আধার কার্ড তৈরি করাতে গিয়ে জানতে পারি, ওই শংসাপত্র জাল। এ ভাবে আরও অনেকের থেকে টাকা নিয়ে বিভিন্ন জাল নথি তৈরি করে দিয়েছেন ওই ব্যক্তি।’’ পুলিশ জানায়, অভিযোগের তদন্ত হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিউল জানান, তাঁর রেডিমেড পোশাকের ব্যবসা রয়েছে। ব্যবসায় মন্দার কারণে মাস দেড়েক ধরে রেশন কার্ড তৈরি এবং সংশোধনের কাজ শুরু করেছেন। তাঁর দাবি, ‘‘অন্য কোনও শংসাপত্র তৈরির কাজ করি না। তবে কোথায় হয়, কেউ জানতে চাইলে, যাঁরা ওই কাজ করেন তাঁদের কাছে পাঠিয়ে দিই। লোকের ভাল করতে গিয়ে বদনাম কুড়োতে হচ্ছে।’’ ডোমজুড় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের সুবীর চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমার কাছে অভিযোগ এলে খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’

Advertisement
Advertisement
আরও পড়ুন