Howrah Death

রবিবার রাত থেকে নিখোঁজ থাকা স্কুলছাত্রের দেহ মিলল বাড়ির পাশের খাল থেকে, হাওড়ায় চাঞ্চল্য

রবিবার রাত থেকে নিখোঁজ স্কুলছাত্রের দেহ উদ্ধার হল খাল থেকে। হাওড়ার লিলুয়ার চামরাইল এলাকার ঘটনা। মৃত রাকেশ বিশ্বাস (১২) চামরাইল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০১

—প্রতীকী চিত্র।

রবিবার রাত থেকে নিখোঁজ স্কুলছাত্রের দেহ উদ্ধার হল খাল থেকে। হাওড়ার লিলুয়ার চামরাইল এলাকার ঘটনা। মৃত রাকেশ বিশ্বাস (১২) চামরাইল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি খালে রাকেশের দেহ ভাসতে দেখেন স্থানীয়েরা। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা থেকে রাকেশের খোঁজ মিলছিল না। থানাতেও যোগাযোগ করা হয়। তার পর রবিবার উদ্ধার হয় কিশোরের দেহ। রাকেশকে খুন করা হয়েছে বলেই মনে করছেন পরিবারের লোকেরা। তাঁদের প্রশ্ন, কেন রাতে ওই জায়গায় গেল সে?

হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, রাকেশের দেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে। পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন