arrest

নাবালিকাকে গণধর্ষণে দুই জওয়ানের যাবজ্জীবন, ১০ বছরের জেল আর এক জনের

ট্রেনে সামরিক বাহিনীর কামরায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হল অভিযুক্ত ৩ জওয়ান। সোমবার তাঁদের সাজা ঘোষণা হল হাওড়া জেলা পকসো আদালতে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৫
3 jawans get sentence on POCSO court at Howrah

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ৩ জওয়ানকে। — নিজস্ব চিত্র।

ট্রেনে সামরিক বাহিনীর কামরায় নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ৩ জওয়ান। সোমবার তাঁদের সাজা ঘোষণা হল হাওড়া জেলা পকসো আদালতে। দোষীদের মধ্যে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আর এক দোষীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

হাওড়া আদালতের সরকারি আইনজীবী সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দোষী ২ বিএসএফ জওয়ান বলরাম যাদব,পঙ্কজ কুমার এবং সেনাবাহিনীর জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠী। হাওড়া জেলা পকসো আদালতের বিশেষ বিচারক দোষী পঙ্কজ এবং বালকরামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। তাঁদের ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। আর এক জওয়ান মঞ্জরীশকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

২০১৫ সালের ২৭ ডিসেম্বর হাওড়া থেকে লুধিয়ানা যাওয়ার জন্য অমৃতসর এক্সপ্রেসে ওঠে এক নাবালিকা। ওই ট্রেনে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত কামরায় ভুল করে উঠে পড়ে সে। এর পর জোর করে মাদক খাইয়ে তাকে চলন্ত স্টেশনে ৬ বার ধর্ষণ করে ৩ জওয়ান। মধুপুর জিআরপি অচৈতন্য অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে দেওঘর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর মধুপুর এবং হাওড়া জিআরপিতে অভিযোগ দায়ের হয়। টিআই প্যারেডে অভিযুক্তদের শনাক্ত করে ওই নাবালিকা। সোমবার সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে সাজা শোনান বিচারক।

আরও পড়ুন
Advertisement