Crime News

গঙ্গাসাগরে যাওয়ার জন্য টাকা সংগ্রহ করতে গিয়ে মার খেলেন দেহরাদূনের বাসিন্দারা! আটক লিলুয়ায়

স্থানীয় সূত্রের খবর, লিলুয়ার চকপাড়া এলাকায় দুই অচেনা ব্যক্তি এসে চাঁদা তুলছিলেন। একটি বাড়িতে চাঁদা চাইতে গেলে তাঁদের দু’জনকে ঘিরে শুরু হয় মারধর। এলাকার লোকজন ঘিরে ধরেন দুই প্রৌঢ়কে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:১৮

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভরা রাস্তায় চড়-থাপ্পড় মারছেন কেউ। কেউ জুতো তো কেউ লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন। মারধর খেয়ে দুই ব্যক্তি চিৎকার-চেঁচামেচি করেন। কিন্তু নিস্তার মেলেনি। শেষে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে গিয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া থানা এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, লিলুয়ার চকপাড়া এলাকায় দুই অচেনা ব্যক্তি এসে চাঁদা তুলছিলেন। একটি বাড়িতে চাঁদা চাইতে গেলে তাঁদের দু’জনকে ঘিরে শুরু হয় মারধর। এর পর এলাকার লোকজন ঘিরে ধরেন দু’জনকে। তার পর রাস্তায় ফেলে মারধর শুরু হয়। শেষে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, দু’জনের নাম দালের সিংহ এবং গামা সিংহ। তাঁদের বাড়ি উত্তরাখণ্ডের দেহরাদূনে।

পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই দু’জন বাংলায় এসেছিলেন গঙ্গাসাগর মেলায় যাবেন বলে। হাওড়ায় তাঁরা চাঁদা সংগ্রহ করছিলেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, চকপাড়া এলাকায় ওই দু’জন আচমকা এক জনের বাড়িতে ঢুকে যান। তাঁদের দেখে ভয়ে চিৎকার শুরু করেন ওই বাড়ির মহিলা বাসিন্দা। চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়েরা ছুটে আসেন। তার পর শুরু হয় মারধর।

পুলিশ সূত্রের খবর, দু’জনকে আটক করা হয়েছিল। তবে এক জনের চোট-আঘাত বেশি ছিল বলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। অন্য জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা চলছে। দেহরাদূন থেকে বাংলায় ঠিক কী উদ্দেশে তাঁরা এসেছেন, জানার চেষ্টায় পুলিশ। তবে তাঁদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেননি।

Advertisement
আরও পড়ুন