Howrah Bridge

শনির রাত থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হাওড়া সেতু! কোন বিকল্প পথে যাতায়াত করা যাবে, জানাল পুলিশ

স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া সেতুর। তার জন্য শনিবার রাতে পাঁচ ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হল শুক্রবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ২০:২০
হাওড়া ব্রিজ।

হাওড়া ব্রিজ। —ফাইল চিত্র।

স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া সেতুর। তার জন্য শনিবার রাতে পাঁচ ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে। বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হল শুক্রবার।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে হাওড়া সেতুতে। এই স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা। ওই পাঁচ ঘণ্টা কোন পথে যাতায়াত করা যাবে, তা-ও বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ।

পুলিশ জানিয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সব ধরনের যান ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যেতে পারবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে।

Advertisement
আরও পড়ুন