Jadeep Dhankhar

Governor Dhankhar: নারী নির্যাতন ও হাই কোর্টে মারপিট: কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান বলেও চিঠিতে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ১৪:৫৯
মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনখড়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনখড়। ফাইল চিত্র।

কলকাতা হাই কোর্টে আইনজীবীদের মধ্যে গোলমাল এবং রাজ্যে নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। চিঠিতে আজই কথা বলার ইচ্ছেপ্রকাশ করেছেন রাজ্যপাল।

চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।’

Advertisement

ধনখড় চিঠিতে হাই কোর্টে আইনজীবীদের মধ্যে মারামারি এবং নারী নির্যাতন-সহ ক্রমাগত অবনতির পথে চলা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অভিযোগ করে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। বুধবারই মমতার সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান বলেও চিঠিতে জানিয়েছেন ধনখড়।

আরও পড়ুন
Advertisement