প্রতীকী ছবি।
মুর্শিদাবাদ জেলা তৃণমূলে শীঘ্রই রদবদল হবে বলে দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালারে দলের একটি উদ্বোধন করতে গিয়ে সোমবার তাঁর দাবি, এক সপ্তাহের মধ্যে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় দলীয় সংগঠনেও বড়সড় রদবদল হবে। তাঁর দাবি, ‘‘বদল হবে জেলা সভাপতিও।’’
হুমায়ুনের দাবির প্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খানের প্রতিক্রিয়া, ‘‘হুমায়ুনের কাছে বিশ্বস্ত সূত্রে কোন খবর থাকতে পারে। তাই তিনি বলেছেন। আমি আর কী বলব বলুন।’’ পাশাপাশি হুমায়ুনকে কটাক্ষ করে তাহেরের মন্তব্য, ‘‘তিনি পরিবর্তনের মালিক তাই তিনি বলেছেন। হুমায়ুন এক জন বিতর্কিত ব্যক্তিত্ব। সব সময় এই ধরনের বিতর্কিত কথাবার্তা বলেন।’’
সালারের অনুষ্ঠানে হুমায়ুন জানান, তিনি তাঁর বিধানসভা কেন্দ্রে নিজস্ব উদ্যোগে সাংগঠনিক কাজ করবেন। সে ক্ষেত্রে ব্লক কমিটির অনুমোদন প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে তাহের বলেন, ‘‘কোনও শৃঙ্খলাবদ্ধ দলে এসে এই ধরনে বলা উচিত নয়। কারণ সকলেরই সম্মান আছে। আর যিনি এই কথা বলছেন, তিনি তো আগে এই দলে ছিলেন না। বিজেপি থেকে এসেছেন। তিনি কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, বিজেপি করেছেন আবার ফের তৃণমূল করছেন। ক’দিনের মধ্যেই যদি মনে করেন দলে ঢুকে সব কিছু আমূল পরিবর্তন করে দেব, তা ঠিক নয়। আমাদের দলের একটা সাংগঠনিক কাঠামো আছে। বিধায়ক তো দলের সমস্ত কিছু নন। সুতরাং সকলকে সম্মান দিয়ে চলতে হবে।’’