Soma Chakraborty

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডির তলব সোমা চক্রবর্তীকে! কে তিনি? ঘনাচ্ছে রহস্য

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্ক-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা। আর সেই নথি খতিয়ে দেখতে গিয়েই সোমার নাম উঠে এসেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৫:০৯
Enforcement Directorate summons one Soma Chakraborty after investigating TMC leader Kuntal Ghosh’s bank statement.

কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও ইডি সূত্রে খবর। নিজস্ব চিত্র।

নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পর উঠে এল আরও এক ‘রহস্যময়ী’র নাম। সোমা চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথি যাচাই করতে গিয়ে এই নাম উঠে এসেছে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তলের ব্যাঙ্ক-সহ বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করেছেন ইডি আধিকারিকরা। আর সেই নথি খতিয়ে দেখতে গিয়েই সোমার নাম উঠে এসেছে। ইডি সূত্রে খবর, ২০২০ সাল থেকে সোমা নামে জনৈক ওই মহিলার সঙ্গে কুন্তলের বেশ কয়েক বার অর্থ লেনদেন হয়েছিল। কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও ইডি সূত্রে খবর। কুন্তলের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখার পর সোমাকে ইডির তরফে তলব করা হয়েছে বলেও ইডি সূত্রে খবর। সূত্রের খবর, তিনি ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে গিয়ে হাজিরা দিয়েছেন।

Advertisement

২০২২ সালের জুলাই মাস নাগাদ ইডি স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর পাশাপাশি গ্রেফতার করা হয় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে। যদিও অর্পিতাকে ‘রহস্যময়ী’ বলা যায় না। কারণ টলিউডের প্রথম সারির নায়কদের কয়েকটি ছবিতে মুখ দেখিয়েছিলেন অর্পিতা। অভিনয় করেছেন কয়েকটি ওড়িয়া ছবিতেও। পার্থর পুজো বলে পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের দুর্গাপুজোর পোস্টারেও তাঁকে দেখা গিয়েছিল। পার্থ-অর্পিতার গ্রেফতারির পর থেকে নিয়োগ দুর্নীতি মামলা বিভিন্ন খাতে গড়িয়েছে। উঠে এসেছে একের পর এক অভিযোগ আর নতুন নতুন নাম।

সম্প্রতি কুন্তল দাবি করেছেন, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী হৈমন্তী নিয়োগ দুর্নীতিতে যুক্ত। এর পরই হৈমন্তীকে নিয়ে কৌতূহল তৈরি হয়। তিনি প্রকৃত অর্থেই ‘রহস্যময়ী’ হয়ে ওঠেন যেমনটা উল্লেখ করেছিলেন কুন্তল। তবে পরে দেখা যায় টুকটাক মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন গোপাল-জায়া। যদিও গোপাল এবং হৈমন্তী দাবি করেছেন, তাঁদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি দু’জনেই দাবি করেছেন, তাঁরা কোনও রকম দুর্নীতিতে যুক্ত নন। হৈমন্তীকে নিয়ে সেই বিতর্ক মিটতে না মিটতেই সোমা নামে আরও এক ‘রহস্যময়ী’র প্রসঙ্গ উঠে এল নিয়োগকাণ্ডে। আর হৈমন্তীর মতো তাঁকে নিয়েও কৌতূহলের অন্ত নেই।

আরও পড়ুন
Advertisement