বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
দিদির সঙ্গে দাদা
আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখালেন কর্তৃপক্ষ। অক্সফোর্ডে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গী হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। স্থানীয় সময় দুপুর ২টোয় (ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়) বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান মমতা। বিকেল সাড়ে ৫টায় কেলগ কলেজের প্রেক্ষাগৃহ ‘দ্য হাব’-এ বক্তৃতা করবেন তিনি। তার পর শ্রোতাদের সঙ্গে আলাপচারিতা। এই আলোচনাসভার আগে মমতাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মাইলফলকের সঙ্গে সাক্ষাৎ-পরিচয় করালেন কর্তৃপক্ষ। নিয়ে যাওয়া হয় গ্রন্থাগারেও। এর পাশাপাশি অক্সফোর্ডে ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকদের সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
আমরা করব জয়
পিয়ানোয় মমতা সুর তুললেন ‘উই শ্যাল ওভারকাম’। অক্সফোর্ডে বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।
নির্দিষ্ট সময়ের ঘণ্টাখানেক আগেই অক্সফোর্ডে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিশ্রামের জন্য তাঁকে নিয়ে যাওয়া হল র্যানডল্ফ হোটেলে। লবিতে রাখা গ্র্যান্ড পিয়ানো। দেখেই থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী। সঙ্গী ভারতীয় গবেষককে জিজ্ঞাসা করেন, ‘‘বাজাতে পারি?’’ ইতিবাচক উত্তর পেতেই তাঁর আঙুল ছুঁল পিয়ানোর রিড। বাজালেন ‘উই শ্যাল ওভারকাম’-এর সুর। তার পর ‘পুরানো সেই দিনের কথা’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। এই গ্র্যান্ড পিয়ানোটি ১৮৮৭ সালের। হেরিটেজ পিয়ানো। হোটেলে মুখ্যমন্ত্রীকে হলুদ ফুলের তোড়ায় অভ্যর্থনা জানান অক্সফোর্ডের গবেষক এবং গত লোকসভা ভোটে মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলি রায়হান।
বাস থেকে অক্সফোর্ডে নামার পর মুখ্যমন্ত্রী। —নিজস্ব চিত্র।
ছবি কথা বলে
তিনি বক্তা। তিনি লিখিয়ে। তিনি গাইয়ে। তিনি আঁকিয়েও। বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলগ কলেজে। বক্তৃতার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলা ছাড়াও ইংল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার-সহ নানা কিছু ঘুরে দেখলেন দর্শক মমতা। শিল্পী এবং লেখক মমতা সঙ্গে নিয়ে গিয়েছেন নিজের আঁকা ছবি এবং নিজের লেখা বই। উপহার দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এর আগে ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের হাতেও মুখ্যমন্ত্রী নিজের ছবি তুলে দিয়েছেন।
এই বাসেই লন্ডন থেকে অক্সফোর্ডে পৌঁছোলেন মমতা। —নিজস্ব চিত্র।
উঁচু-নিচু
গাড়িতে নয়, বাসে করে লন্ডন থেকে অক্সফোর্ড গেলেন মমতা। গাড়িতে নয়, কারণ গাড়ি নিচু সেডান। মমতা অভ্যস্ত এবং স্বচ্ছন্দ উঁচু এসইউভি চড়ে। তাই বাসে। আসল কারণ অবশ্য সকলের সঙ্গে মিলেমিশে যাওয়া। বাসে উঁচু-নিচু ভেদাভেদও নেই। বসেছিলেন একেবারে সামনে জানলার ধারের আসনে। মুখ্যসচিব মনোজ পন্থও বাসে। শিল্পপতি সত্যম রায়চৌধুরীও। অন্য শিল্পপতিরা গিয়েছেন গাড়িতে। আলাদা গাড়িতে অক্সফোর্ড পৌঁছোন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।