Man Kills Wife in UP

প্রেম করে বিয়েতে মত ছিল না পরিবারের! অভিমানে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তাঁর স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক। নিহত যুবতীর নাম নেহা পারভিন (২৯)। তিনি গাজিপুরের পিরনগর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর স্বামী জামিল আহমদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৪:১৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রেম করে বিয়ে করেছিলেন যুগল। কিন্তু বিয়েতে মত ছিল না পরিবারের। তাই অভিমানে সদ্যবিবাহিতা স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। রবিবার উত্তরপ্রদেশের বালিয়ায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিয়া শহরের একটি লজে এক যুবতীর দেহ উদ্ধার হয়। পাশেই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন তাঁর স্বামীও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তাঁর স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক। নিহত যুবতীর নাম নেহা পারভিন (২৯)। তিনি গাজিপুরের পিরনগর এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর স্বামী জামিল আহমদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

পুলিশ সুপার ওমবির সিংহ বলেন, ‘‘রবিবার গভীর রাতে বালিয়া সিটি কোতোয়ালি এলাকার স্টেশন রোডের একটি লজ থেকে পুলিশের কাছে ফোন আসে। জানানো হয়, বন্ধ ঘরের ভিতর থেকে এক জন পুরুষ এবং একজন মহিলার অচেতন দেহ উদ্ধার হয়েছে। সারা ঘরে ছিটিয়ে ছিল রক্ত। দু’জনকেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকেরা মহিলাকে মৃত ঘোষণা করেন। পুরুষটির অবস্থা এখনও আশঙ্কাজনক।’’ জানা গিয়েছে, নেহার ঘাড়ে গভীর ক্ষত ছিল। আর হাতের শিরা কাটা অবস্থায় পড়েছিলেন জামিল। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কারণেই এমন ঘটনা ঘটিয়েছেন ওই যুবক। সম্প্রতি প্রেম করে বিয়ে করেছিলেন জামিল ও নেহা। যদিও সেই বিয়ে মেনে নেয়নি জামিলের পরিবার। বিয়ের পর লজে গিয়ে ওঠেন নবদম্পতি। সেখানেই স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন জামিল। নেহার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জামিলের অবস্থা স্থিতিশীল হলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন