Beaten to Death

সল্টলেকে বর্ষবরণ-রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন! ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন বন্ধুরা

বর্ষবরণের রাতে সল্টলেকের মহিষবাথানে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। তিনি ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন। যুবকের কয়েক জন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৫:৫২
সল্টলেকে ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের অভিযোগ তাঁর বন্ধুদের বিরুদ্ধে।

সল্টলেকে ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের অভিযোগ তাঁর বন্ধুদের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

খাস কলকাতায় আবার পিটিয়ে খুন! সল্টলেকের মহিষবাথানে এক যুবককে বর্ষবরণের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ওই যুবক ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন। তাঁর বন্ধুদের দিকে অভিযোগের আঙুল উঠেছে। কয়েক জনকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এক জনকে গ্রেফতারও করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সুব্রত মাঝি (২৬)। সল্টলেকের মহিষবাথানের উদয়ন পল্লির বাসিন্দা ছিলেন তিনি। ১ জানুয়ারি দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। যুবকের পরিবার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ সুব্রতকে এক বন্ধু ফোন করেছিলেন। বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রাত গভীর হলেও যুবক বাড়ি ফেরেননি দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। ফোনেও আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ।

পরের দিন বুধবার যুবককে উদ্ধার করা হয় আহত অবস্থায়। ওই দিন দুপুরেই তাঁর মৃত্যু হয়। অভিযোগ, কয়েক জন বন্ধু পরিকল্পনা করে যুবককে বর্ষবরণের রাতে বাইরে ডেকেছিলেন। তার পর তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। যার ফলে তাঁর মৃত্যু হয়েছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ওই যুবকের কয়েক জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কী কারণে এই হত্যা। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

যুবকের ফোনে কার ফোন এসেছিল, বাড়ি থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কারা তাঁকে মারধর করল, খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পুরনো কোনও শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। তবে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।

Advertisement
আরও পড়ুন