গ্রাফিক—সন্দীপন রুইদাস।
টানা কয়েকদিন ধরে রাজ্যে দৈনিক সংক্রমণ নীচের দিকে নামছে। শনিবার তা কমে ১ হাজার ৪০০-র নীচে নেমেছিল। রবিবারও কমে নামল ১ হাজার ৩০০-র নীচে। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার এবং মৃত্যুও কমেছে রাজ্যে।
রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১ হাজার ২৯৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তা ধরে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। রবিবার সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে উত্তর ২৪ পরগনা (১৭২ জন), পশ্চিম মেদিনীপুর (১৫৬ জন), দার্জিলিং (১২২ জন), কলকাতা (১১১ জন)।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮০। গত ২৪ ঘণ্টায় করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৯৯ জন।
রবিবার সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে ২.৬৬ শতাংশ। পরীক্ষার কত শতাংশ পজিটিভ, তা বোঝা যায় সংক্রমণের হারে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫২ হাজার ২২৪ জনের। সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাজ্যে টিকা পেয়েছেন ২ লক্ষ ৭০ হাজার ৯৮৮ জন। এখনও টিকা পেয়েছেন মোট ২ কোটি ২৫ লক্ষ ৯১ হাজার ৩৩৯।