West Bengal Weather Update

তামিলনাড়ুতে আছড়ে পড়বে ফেনজ়ল, সপ্তাহান্তে উপকূলে বৃষ্টি বঙ্গেও, আবার চড়ল পারদ

ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর। নভেম্বরের শেষে রাজ্যের উপকূল-সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৩:০৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘ফেনজ়ল’। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতরের অনুমান, আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। শনিবার এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ফেনজ়লের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলায়। আগামী শনি ও রবিবার দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। আপাতত দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

ফেনজ়ল এসে পড়ায় বঙ্গে শীতের আমেজেও ভাটা পড়তে চলেছে বলে জানিয়েছে আলিপুর। নভেম্বরের শেষে রাজ্যের উপকূল-সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

এর মাঝেই আবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতে আবির্ভাব হয়েছে পশ্চিমি ঝঞ্ঝার। চলতি সপ্তাহের শুক্রবার পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এ জন্য উত্তরবঙ্গের উপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সকালের দিকে হালকা কুয়াশায় ঢাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা জেলা। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।

দক্ষিণের জেলাগুলিতেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আলিপুর। তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণের কয়েকটি জেলা। আগামী দু’দিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে। শুক্রবার থেকে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়।

বুধেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী শনিবার পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৯ ডিগ্রি। সকালের দিকে শহরের কোনও কোনও এলাকায় হালকা কুয়াশা ছিল। দিনভরও হালকা মেঘে ঢাকা থাকবে কলকাতার আকাশ। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর।

Advertisement
আরও পড়ুন