Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: দ্বিতীয় ঢেউয়ের চুড়োকে ৮ দিনেই ছাপিয়ে গেল কলকাতা, রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়ে ৯,০৭৩

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গত ৩ মে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছিল সর্বোচ্চ ৩,৯৯০-এ। সেই রেকর্ড ভেঙে গেল মঙ্গলবার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ ২০:০৫
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গত সপ্তাহের মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল ৯১০। এক সপ্তাহে তা বাড়ল ১,১৪৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন জানাচ্ছে মঙ্গলবার রাজধানী শহরে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ৪,৭৫৯। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গত ৩ মে কলকাতায় দৈনিক সংক্রমণের সংখ্যা পৌঁছেছিল ৩,৯৯০-এ। পরবর্তী সংক্রমণবৃদ্ধি পর্বের অষ্টম দিনেই সেই রেকর্ড ভেঙে গেল।

তার আগে প্রথম কোভিড সংক্রমণ পর্বে ২০২০ সালের ২৫ অক্টোবর কলকাতায় দৈনিক সংক্রমণ ৯১০-এ পৌঁছেছিল। সোমবার কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ২,৮০১। মাত্র ২৪ ঘণ্টাতেই সেই তালিকায় সঙ্গে যুক্ত হলেন আরও ১,৯৫৮ জন করোনাভাইরাস সংক্রমিত।

Advertisement
গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রেকর্ড না গড়তে পারলেও সামগ্রিক ভাবে রাজ্যের করোনা সংক্রমিতও অনেকটাই বেড়ে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। সোমবার তা ৬,০৭৮ ছিল। মঙ্গলবার নতুন সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯,০৭৩। ০৭৩। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ৩,৬২৫ জন।

জেলাওয়াড়ি তালিকার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ১,৩৯১, হাওড়ায় ৬৯৮, দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫, হুগলিতে ৪০০, পশ্চিম বর্ধমান ৩৪৮, বীরভূমে ২১৯, পূর্ব বর্ধমানে ১১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গিয়েছেন কলকাতায়। এ ছাড়া বীরভূমে ৪, উত্তর ২৪ পরগনায় ৩, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় ২ জন করে করোনারোগীর মৃত্যু হয়েছে।

সামগ্রিক ভাবে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৬৪ হাজার ৩০১। কলকাতায় ৩ লক্ষ ৫০ হাজার ৯১৯। এ পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৮১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কলকাতায় মৃত করোনা রোগীর মোট সংখ্যা ৫,৩৩২।

প্রসঙ্গত, গত সোমবার (২৭ ডিসেম্বর) থেকে কলকাতায় সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। সোমবার নতুন আক্রান্তের সংখ্যা ২০৪ থাকলেও পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ৩৮২-তে পৌঁছয়। ওই সময়কেই ‘পরবর্তী সংক্রমণবৃদ্ধি পর্বের সূচনা’ বলছেন অতিমারি বিশেষজ্ঞদের একাংশ। মাত্র ৮ দিনের মাথাতেই নতুন রেকর্ড গড়ল সংক্রমণের সেই নয়া পর্ব।

গত বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পার করেছিল। বৃহস্পতিবার দু’হাজার আর রবিবার তিন হাজার ছাড়িয়েছিল। সোমবার কিছুটা কমে হয়েছিল ২,৮০১। কিন্তু পরবর্তী ২৪ ঘণ্টাতেই নতুন রেকর্ড গড়ে ফেলল সংক্রমণ।

কলকাতার পাশাপাশি রাজ্যে দৈনিক সংক্রমণের হারও উদ্বেগজনক হারে বাড়ছে। গত সপ্তাহের সোমবার (২৭ ডিসেম্বর) সংখ্যাটি ছিল ৪৩৯। পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন কেরো সংক্রমিত হন ৭৫২ জন। এক সপ্তাহে সেই সংখ্যা ১০ গুণেরও বেশি বেড়ে গেল।

Advertisement
আরও পড়ুন