Coronavirus in West Bengal

Covid-19: রাজ্যে কোভিডবিধির মেয়াদ বেড়ে ৩১ মার্চ, নৈশ কার্ফুতে ছাড় দোলের আগের রাতে

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকায় করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। তার আগে গত ১৪ ফেব্রুয়ারি নবান্নের জারি করা কোভিড বিধিনিষেধে নৈশ কার্ফুর সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছিল। জানানো হয়েছিল, রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ থাকবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৮:৫২
দোলের আগের রাতে ছাড় পাবে নৈশ কার্ফু।

দোলের আগের রাতে ছাড় পাবে নৈশ কার্ফু। ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল আগামী ৩১ মার্চ পর্যন্ত। বর্তমানে রাজ্যে যে কোভিডবিধি কার্যকর রয়েছে, তা-ই ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশিকা জারি করে জানাল নবান্ন। তবে দোলের আগের রাতে (বুধবার রাতে) নৈশ কার্ফু সংক্রান্ত বিধিনিষেধে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জারি করা নির্দেশিকায় করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ ১৫ মার্চ পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছিল নবান্ন। তার আগে গত ১৪ ফেব্রুয়ারি নবান্নের জারি করা কোভিড বিধিনিষেধে নৈশ কার্ফুর সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছিল। জানানো হয়েছিল, রাত ১২ টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বলবৎ থাকবে।

Advertisement

মঙ্গলবারের নির্দেশিকাতেও একই নিয়ম বহাল রাখা হয়েছে। জানানো হয়েছে, আগের মতোই কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই নৈশ কার্ফুর আওতা থেকে বাদ থাকবেন। তবে দোলের আগের রাতে নৈশ কার্ফু শিথিল করা হবে সকলের জন্যই। পাশাপাশি, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম আগের মতোই বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবারের নির্দেশিকাতেও। নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলিকেও আগের মতোই কোভিডবিধি মেনে কাজ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement