Migrant Labour Died

সাবিরের বাড়িতে কংগ্রেস নেতারা

ইতিমধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও পরিবারের সঙ্গে কথা বলেছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৮
হরিয়ানায় নিহত শ্রমিক সাবিরের বাসন্তীর বাড়িতে কংগ্রেসের প্রতিনিধিদল।

হরিয়ানায় নিহত শ্রমিক সাবিরের বাসন্তীর বাড়িতে কংগ্রেসের প্রতিনিধিদল। —নিজস্ব চিত্র।

হরিয়ানায় গো-রক্ষক বাহিনীর হাতে নিহত বাংলার যুবক সাবির মল্লিকের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বললেন কংগ্রেস নেতৃত্ব। বাসন্তীতে সাবিরের গ্রামের বাড়িতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা (২) জেলা সভাপতি জয়ন্ত দাস, মোশারফ হোসেন মল্লিক, মণিরুল মোল্লা, দীপক বিশ্বাস প্রমুখ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা পরিবারটিকে আইনি-সহ সব ধরনের সহযোগিতা করবেন। ইতিমধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও পরিবারের সঙ্গে কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্বের তরফে ‘বিজেপি-র বিভাজনের রাজনীতিকে’ ধিক্কার জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন
Advertisement