Congress

আদানির গ্রেফতার চেয়ে বিক্ষোভে কংগ্রেস

একই দাবিতে দুপুরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে যদুবাবুর বাজারের মোড়েও বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, তপন আগরওয়ালেরা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৪:৫৫
আদানি -কাণ্ডে কংগ্রেসের বিক্ষোভ দক্ষিণ কলকাতায়।

আদানি -কাণ্ডে কংগ্রেসের বিক্ষোভ দক্ষিণ কলকাতায়। —নিজস্ব চিত্র।

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ-কাণ্ডের যে অভিযোগ উঠেছে, তাকে সামনে রেখে সেই সংস্থার কর্ণধার গৌতম আদানিকে গ্রেফতার এবং সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচের পদত্যাগের দাবিতে কলকাতাতেও পথে নামল কংগ্রেস। প্রদেশ যুব কংগ্রেসের ডাকে শুক্রবার ক্যামাক স্ট্রিটে সেবি-র কলকাতা দফতরের সামনে বিক্ষোভ হয়েছে।

Advertisement
আদানি - কাণ্ডে যুব কংগ্রেসের বিক্ষোভ।

আদানি - কাণ্ডে যুব কংগ্রেসের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

‘সাধারণ মানুষের সর্বনাশকারী আদানির কঠোরতম শাস্তি চাই’, এমন প্ল্যাকার্ড হাতে সরব হয়েছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভে ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অর্ঘ্য গণ, সম্পাদক অজিতেশ পাণ্ডে, প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, পার্থ ভৌমিক, আজমল খান প্রমুখ। একই দাবিতে দুপুরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে যদুবাবুর বাজারের মোড়েও বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ, তপন আগরওয়ালেরা। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। দলের রাজ্য দফতর বিধান ভবনে তিনি বলেছেন, “বিপুল অনিয়ম ও দুর্নীতি সামনে এলেও সেবি চেয়ারম্যান নীরব দর্শক। তাই আমরা দ্রুত আদানিকে গ্রেফতার ও সেবি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাচ্ছি।”

আরও পড়ুন
Advertisement