Dilip Ghosh

Dilip Ghosh: মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য! আবার দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করলেন দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসি নেতা বিতান হালদার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১০:২১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এ বার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হল। অভিযোগ দায়ের করলেন দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসি নেতা বিতান হালদার।

অভিযোগপত্রে বিতান উল্লেখ করেছেন, ‘গত ৬ জুলাই মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন দিলীপ। এ হেন মন্তব্যের নিন্দা করছি। অভিযোগটি এফআইআর হিসাবে গণ্য করে সাংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। এমন পদক্ষেপ করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের মন্তব্য করতে না পারেন।’

Advertisement

এর আগে ইকো পার্ক থানায় দিলীপের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ।

Advertisement
আরও পড়ুন