Mamata Banerjee’s UK Visit

ছ’দিনের বিলেত সফর শেষে লন্ডন থেকে রওনা দিলেন মমতা, দুবাইয়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ধরবেন কলকাতাগামী উড়ান

গত শনিবার কলকাতা থেকে বিলেতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর সফরের আগেই বিপত্তি তৈরি হয়। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে গত গত সপ্তাহের শুক্রবার হিথরো বিমানবন্দরে ১৮ ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে মমতার সফর শুরুর সময় পিছিয়ে যায়।

Advertisement
অনিন্দ্য জানা • লন্ডন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৫:২১
মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ’দিনের বিলেত সফর শেষ হল শুক্রবার। দেশে ফেরার জন‍্য লন্ডন থেকে রওনা দিলেন তিনি। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে উড়ল মুখ্যমন্ত্রীর উড়ান।

Advertisement

লন্ডন থেকে দুবাই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার পর সপার্ষদ তাঁকে কয়েক ঘণ্টা সেখানে অপেক্ষা করতে হবে। দুবাই থেকে শনিবার ভারতীয় সময় দুপুরে কলকাতাগামী বিমান ধরবেন মমতা। সব ঠিক থাকলে শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় মমতা নামবেন কলকাতা বিমানবন্দরে।

গত শনিবার কলকাতা থেকে বিলেতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর সফরের শুরুতেই বিপত্তি তৈরি হয়েছিল। বিদ্যুৎ বিপর্যয়ের জেরে গত গত সপ্তাহের শুক্রবার হিথরো বিমানবন্দরে ১৮ ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গিয়েছিল। যার ফলে মমতার সফর শুরুর সময় পিছিয়ে যায়। গত শনিবার সকালের বিমানে বিলেতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু হিথরো বিপর্যয়ের জেরে তা প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায়। যে কারণে মমতার সফরও ধকলের হয়েছিল।

গত রবিবার লন্ডনে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। তার পর গত সোমবার ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। পরের দিন মঙ্গলবার ছিল বাণিজ্য সম্মেলন। ঘটনাচক্রে, ওই দুই কর্মসূচিতেও মমতা কলকাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা পুনরায় শুরু করার আর্জি জানিয়েছিলেন। শুক্রবার রওনা হওয়ার আগেও লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে মমতা বলেছিলেন, ‘‘‘আমার দুটো লক্ষ‍্য আছে। এক, কলকাতায় অক্সফোর্ডের একটা ক‍্যাম্পাস এবং দুই, সপ্তাহে দু’দিন কলকাতা-লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজ়ের সরাসরি উড়ান।’’ গত বুধবার সেই অর্থে মমতার সরকারি কোনও কর্মসূচি ছিল না। তবে ওই দিন রাজ্য সরকারের পদস্থ কর্তারা বৈঠক করেন ব্রিটিশ বণিক মহলের সঙ্গে। বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কেলেজে বক্তৃতা ছিল মমতার। ঠাসা কর্মসূচি শেষ করে বিলেত থেকে রওনা দিলেন মমতা।

Advertisement
আরও পড়ুন