Protest against Waqf Amendment Act

কলকাতায় ওয়াকফ-প্রতিবাদে যেতে বাধা! পুলিশ-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে, পথ অবরোধ

পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধও করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১২:৪১
ভাঙড়ে পুলি‌শ-আইএসএফ সংঘর্ষ।

ভাঙড়ে পুলি‌শ-আইএসএফ সংঘর্ষ। —নিজস্ব চিত্র।

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। সংঘর্ষে জড়াল পুলিশ এবং আইএসএফ কর্মীরা। পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধা দেওয়ার অভিযোগে আইএসএফ কর্মীরা বাসন্তী হাইওয়ে অবরোধও করেছেন।

Advertisement

নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদ। প্রতিবাদ-মিছিল হয়েছে কলকাতায়। সোমবারও কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি রয়েছে। আইএসএফ কর্মীদের দাবি, তাঁরা সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে ভাঙড়, মিনাখাঁ এবং সন্দেশখালির আইএসএফ কর্মী-সমর্থকেরা ছিলেন। কিন্তু বাসন্তী হাইওয়ের উপর বৈরামপুরের কাছে তাঁদের গাড়ি আটকে দিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভোজেরহাটেও তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ। বাধা পেয়ে সেখানে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। গার্ডরেল ভাঙার চেষ্টা করেন তাঁরা। এর পরেই সেখানেই পথ অবরোধ করা শুরু করেন আইএসএফ কর্মীরা।

অবরোধের জেরে কলকাতা-দক্ষিণ ২৪ পরগনা সংযোগকারী বাসন্তী হাইওয়েতে যানজট তৈরি হয়েছে। পুলিশের তরফে মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

Advertisement
আরও পড়ুন