রিকার্দো দে বুর্গোস। ছবি: এক্স (টুইটার)।
স্পেনের কোপা দেল রে ফাইনালে মুখোমুখি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছে ছন্দে থাকা বার্সা শিবির। অন্য দিকে, চোট-আঘাতে জর্জরিত রিয়াল খানিকটা চাপে। তবে সবচেয়ে বেশি চাপে রয়েছেন ফাইনালের রেফারি রিকার্দো দে বুর্গোস। সাংবাদিক বৈঠক ডেকে কেঁদে ভাসালেন তিনি।
রিয়াল টিভির একটি ভিডিয়ো থেকে ঘটনার সূত্রপাত। রেফারি বুর্গোসকে নিয়ে ভিডিয়োটি পোস্ট করা হয়। তাতে বুর্গোসের রেফারিজীবনের নানা ভুল তুলে ধরা হয়েছে। এমন ঘটনা বেশ আশ্চর্যের। এল ক্লাসিকোর আগে এই ভিডিয়ো চাপে ফেলে দিয়েছে বুর্গোসকে। তিনিও অভিনব একটি ঘটনা ঘটিয়ে বসেছেন।
শুক্রবার হঠাৎ সাংবাদিক বৈঠক ডাকেন বুর্গোস। তাঁর সঙ্গে ছিলেন কোপা দেল রে ফাইনালে ভারের দায়িত্ব পাওয়া পাবলো গঞ্জালেসও। সাংবাদিকদের সামনে একরাশ অভিযোগ উগরে দেন বুর্গোস। রিয়ালের পোস্ট করা ভিডিয়োর জন্য তাঁর সন্তানকে হেনস্থা হতে হচ্ছে বলে জানান তিনি। বুর্গোস বলেন, ‘‘ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে হেনস্থার কথা জানিয়েছে। ও বলেছে, সবাই ওর বাবাকে চোর বলেছে। ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। রিয়ালের কোনও অধিকার নেই এই ধরনের ভিডিয়ো পোস্ট করার। অপেশাদারি মানসিকতা এটা।’’ এর পর কান্নায় ভেঙে পড়েন ফাইনালের রেফারি। বুর্গোসের পাশে দাঁড়িয়েছেন গঞ্জালেস। তিনি বলেন, ‘‘রিয়াল কর্তৃপক্ষের বোঝা উচিত, এই ধরনের ভিডিয়ো কেমন প্রভাব তৈরি করতে পারে।
সাংবাদিক বৈঠক ডেকে রেফারির কান্নাকাটি ভাল ভাবে নেয়নি রিয়াল। তাদের আশঙ্কা, এই ঘটনার প্রভাব ফাইনালে বিপক্ষে যেতে পারে। রিয়াল কর্তৃপক্ষের অভিযোগ, তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। স্পেনের ফুটবল সংস্থার কাছে বুর্গোসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন রিয়াল কর্তৃপক্ষ। ফাইনালের রেফারি পরিবর্তন না হলে রিয়াল মাঠে নামবে না বলে জল্পনা ছড়ায়। যদিও রিয়াল কর্তৃপক্ষ জানিয়েছেন, যিনি ফাইনাল পরিচালনার দায়িত্বে থাকুন, দল অবশ্যই মাঠে নামবে।