বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।
আইপিএলে সবে মাত্র দু’টি ম্যাচ খেলেছে বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে নজর কাড়লেও দ্বিতীয় ম্যাচে তার প্রতি বলে ছয় মারার মনোভাব কারও নজর এড়ায়নি। আউটও হয়েছে ছয় মারতে গিয়ে। ১৪ বছরের ক্রিকেটারকে সংযত হতে বললেন বীরেন্দ্র সহবাগ। তাঁর মতে, বৈভব যদি এখনই নিজেকে কোটিপতি ভাবা শুরু করে তা হলে পরের আইপিএলে আর তাকে খুঁজে পাওয়া যাবে না।
বৈভবকে মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়েছেন সহবাগ। তিনি জানিয়েছেন, শুরুটা ভাল করেও ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে যাওয়ার মতো উদাহরণ ভারতীয় ক্রিকেটে প্রচুর ঘটেছে।
এক ওয়েবসাইটে সহবাগ বলেছেন, “যদি তুমি এটা ভেবে মাঠে নামো যে ভাল খেললে প্রশংসা পাবে এবং খারাপ খেললে সমালোচিত হবে, তা হলেই তোমার পা মাটিতে থাকবে। আমি অনেক ক্রিকেটারকে দেখেছি যারা একটা-দুটো ম্যাচে ভাল খেলে বিখ্যাত হয়ে গিয়েছে। তার পর কিছু করতে পারেনি। কারণ ওরা নিজেদের তারকা ক্রিকেটার ভাবতে শুরু করেছিল।”
সহবাগের মতে, বৈভবের উচিত বিরাট কোহলির মতো কোনও খেলোয়াড়ের থেকে শেখা এবং অন্তত ২০ বছর আইপিএল খেলার চেষ্টা করা।
ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, “সূর্যবংশীর লক্ষ্য থাকা উচিত ২০ বছর আইপিএলে খেলা। বিরাট কোহলিকে দেখুন। ১৯ বছর বয়স থেকে আইপিএলে খেলা শুরু করেছে। ১৮টা মরসুমই খেলেছে। সেটাই বৈভবের ভেঙে দেওয়ার লক্ষ্য থাকা উচিত। যদি এই আইপিএলে কোটি টাকা পেয়েছে ভেবেই খুশি থাকে, তা হলে পরের বছর ওকে হয়তো আর দেখতে পাব না।”