Calcutta High Court

বিজেপির কর্মসূচিতে অনুমতি দিল হাই কোর্ট, তবে বদল মিছিলের গন্তব্যে, সঙ্গে আরও কিছু শর্ত

বিজেপির যুব মোর্চার মিছিল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ১৫:০৫
বিজেপির যুব মোর্চার মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট।

বিজেপির যুব মোর্চার মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিজেপির যুব মোর্চার মিছিল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালত জানিয়েছে, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই কর্মসূচি করা যাবে।

Advertisement

বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, এক হাজার লোক নিয়ে ওই কর্মসূচি করা যাবে। ওই মিছিলের পথও বদল করে দিয়েছে আদালত। হাই কোর্ট জানিয়েছে, মুরলীধর সেন লেন থেকে মিছিল যাবে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত। সেখান থেকে ১০ সদস্যের প্রতিনিধিদল যেতে পারবেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের বাদ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলে মিছিল করতে চায় রাজ্য বিজেপির যুব মোর্চা। ওই কর্মসূচিতে থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির পক্ষের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় আদালতে জানান, মিছিল করতে চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ নানা কারণ দেখিয়ে আবেদন বাতিল করে দিয়েছে। পুলিশের বক্তব্য, বিজেপির ওই কর্মসূচি হলে যানজট তৈরি হবে। সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন। এমনকি আইনশৃঙ্খলাজনিত সমস্যা হবে বলেও পুলিশ জানিয়েছে।

বিজেপির আইনজীবীর আবেদন, দু’হাজার লোক নিয়ে শান্তিপূর্ণ ওই কর্মসূচির অনুমতি দেওয়া হোক। দুপুর ২টোয় ওই কর্মসূচি হওয়ার কথা ছিল। আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় কর্মসূচির সময় পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, বিকেল ৪টে থেকে কর্মসূচি হবে। ৬ নম্বর মুরলীধর সেন লেন থেকে সিইও দফতরের উদ্দেশে মিছিল হবে। সিইও দফতরের ২০০ মিটার আগে কর্মসূচি শেষ হবে। সেখান থেকে প্রতিনিধিদল সিইও অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেবে।

পাল্টা রাজ্যের বক্তব্য, এখন কয়েকটি স্কুলে পরীক্ষা চলছে। বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে। তার পরে কর্মসূচি হলে আপত্তি নেই। ওই এলাকায় কয়েকটি স্কুল রয়েছে। এর পরেই বিচারপতি জানতে চান, ওই এলাকায় কোন স্কুল রয়েছে? তবে আদালতের পর্যবেক্ষণ, মিছিলের গন্তব্যে যানজট তৈরি হতে পারে। তাই সিইও দফতরের ২০০ মিটারের পরিবর্তে কর্মসূচি শেষ হবে ওয়াই চ্যানেলে। আদালত জানায়, শব্দবিধি মেনে ওই কর্মসূচি করতে হবে।

Advertisement
আরও পড়ুন