Calcutta High Court

আদালতের নির্দেশে বিজেপি যুব মোর্চার মিছিলের পথ পরিবর্তন, করতে হবে শান্তিপূর্ণ ভাবে

আগে রাসবিহারী থেকে দেশপ্রিয় পার্ক হয়ে চেতলা মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিলের। কিন্তু আদালতের নির্দেশ রাসবিহারী থেকে ডেঙ্গি সচেতনতা মিছিল শুরু করতে পারবে না বিজেপি যুব মোর্চা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:৩১
১৪ নভেম্বর দুপুর ২টোয় এই মিছিল হওয়ার কথা।

১৪ নভেম্বর দুপুর ২টোয় এই মিছিল হওয়ার কথা। ফাইল চিত্র ।

বিজেপি যুব মোর্চার মিছিলের পথ পরিবর্তনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, নিউ আলিপুর থেকে চেতলা পার্কের একটি নির্দিষ্ট মিষ্টির দোকান পর্যন্ত মিছিল করে যেতে পারবে বিজেপির যুব মোর্চা। পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে ডেঙ্গি সচেতনতা নিয়ে মিছিল করতে হবে বলেও বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছেন।

আগে এই মিছিলের রাসবিহারী থেকে দেশপ্রিয় পার্ক হয়ে চেতলা মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নির্দেশ রাসবিহারী থেকে ডেঙ্গি সচেতনতা মিছিল শুরু করতে পারবে না বিজেপি যুব মোর্চা। আগামী সোমবার অর্থাৎ ১৪ নভেম্বর দুপুর ২টোয় এই মিছিলটি হওয়ার কথা।

Advertisement

প্রসঙ্গত, রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করে আগামী মঙ্গলবার মিছিলের ডাক দিয়েছেন বিজেপির যুব মোর্চা নেতৃত্ব। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে ওই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। এর পরই বিজেপির যুব মোর্চা নেতৃত্ব হাই কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার সেই নিয়ে শুনানি চলার সময় রাজ্যের তরফে আদালতে জানানো হয়, ওই নির্দিষ্ট দিনে শ্রমিক সংগঠন সিটু এবং একটি অ্যাপ ক্যাব সংস্থার ক্যাব চালক সংগঠনেরও ওই একই জায়গায় মিছিল রয়েছে। ফলে পুলিশের পক্ষে তিনটি মিছিল একসঙ্গে সামলানো সম্ভব হবে না বলেও আদালতে জানায় রাজ্য। রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি মান্থার পর্যবেক্ষণ ছিল, “একই দিনে একই সঙ্গে তিনটি মিছিল করা কি সম্ভব? এর ফলে মানুষের ভোগান্তি বাড়বে। সব কর্মসূচিই রাজনৈতিক দল থেকে হওয়ায় আইনশৃঙ্খলা নিয়েও চিন্তা থাকছে।”

বিচারপতি মান্থা উল্লেখ করেন, “এ যেন দেশলাই কাঠি সাজানো রয়েছে শুধু জ্বালানোর অপেক্ষা।” কর্মসূচির দিন পরিবর্তন করা সম্ভব কি না, বিজেপির আইনজীবীকে তা-ও জেনে আসতে বলেন বিচারপতি। তবে অবশেষে সব দিক পর্যবেক্ষণ করে বিজেপির যুব মোর্চা মিছিলকে পথ পরিবর্তনের নির্দেশ দিল আদালত।

Advertisement
আরও পড়ুন